নিজস্ব প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আয়োজনে গতকাল রবিবার ৬ আগস্ট ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. দিলীপ কুমার সরকার। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান দীপংকর কুন্ডু।
বিভাগের চেয়ারম্যান অনুষ্ঠানে উপস্থিত অতিথিসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের গ্যালারী ২ তে বিকালে অনুষ্ঠিত হয়।