শোক দিবসে ইবির বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের নানা কর্মসূচি

ইবি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুরআন খতম, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, খাবার বিতরণ ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু পরিষদ (শিক্ষক ইউনিট)। এর অংশ হিসেবে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন তারা। এসময় শোকর‍্যালি শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনটি।

পরে বেলা ১১টায় কুষ্টিয়ার উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রে দোয়া মাহফিল ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের (শিক্ষক ইউনিট) ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. কাজি আখতার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, সহ-সভাপতি প্রফেসর ড. মাহবুবর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শেলীনা নাসরীন সহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে রাত আটটায় অনলাইনে “শোকাবহ আগস্ট – প্রসঙ্গ ১৫ ও ২১” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সংগঠনটির সভাপতি কাজি আখতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসিম বানু।

সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শেলীনা নাসরিন। প্রধান আলোচক হিসেবে থাকবেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক ড. আ ব ম ফারুক ও আলোচক হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।

এর আগে, গতকাল সোমবার (১৪ আগস্ট) ১৫ আগস্টে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় কুষ্টিয়ার সাদ্দাম বাজার সংলগ্ন মসজিদে পবিত্র কুরআন খতম করা হয়।

শোক দিবসে ইবির বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের নানা কর্মসূচি
Comments (0)
Add Comment