পাবনা সরকারি  টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : পাবনা সরকারি  টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত ।

মঙ্গলবার (১৫আগস্ট ) সকাল ৯টায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জাতীয় শোক দিবস উপলক্ষে অধ্যক্ষ প্রকৌশলী মো: ছিদ্দিকুর রহমান শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে নিয়ে কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধু র ম্যূরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে জেলা প্রশাসকের শোক দিবসের কর্মসূচীতে অংশগ্রহণ করে জেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

পরে কলেজ ক্যাম্পাসে ৫০টি সৌন্দর্য্য বর্ধন বৃক্ষ রোপন করা হয়। সকাল ১১টায় টিএসসির কন্ফারেন্স হলে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রকৌশলী মো: ছিদ্দিকুর রহমান। আলোচনায় অংশগ্রহন করেন প্রতিষ্ঠানের চীফ ইন্সট্রাক্টর শাহ আলম, লিপি রানী সরকার, ইন্সট্রাক্টর হাসানুজ্জামান, শাহানারা খন্দকার , ফারহানা খালেদ, আমিরুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, রবিউল ইসলাম, মনোয়ার হোসেন, হামিদুল,নজরুল ইসলাম, মানবেন্দ সরকার ,জুনিয়র ইন্সট্রাক্টর , এরশাদুর রহমান ভূইয়া, মিজানুর রহমান, রাশেদুল ইসলাম, আয়েশা সিদ্দিকা, কামরুজ্জামান, মাসুদ করিম, তারিক রেজা, মীর মোহাম্মদ আবু জাফর, রতন কুমার দাস,কাফ ইন্সট্রাক্টর আব্দুল ক্দ্দুুস, খন্ডকালীন শিক্ষক নিয়ামুল হক সুরুজ, অঞ্জলি ভৌমিক, প্রধান অফিস সহকারি আব্দুর রাজ্জাক, হিসাব রক্ষক আলামিন সজীব ও লাইব্রেরিয়ান সেলিম হোসেন , টি আর রেজাউল হক সহ সকল কর্মকর্তা-কর্মচারী। দোয়া পরিচালনা করেন খণ্ডকালীন শিক্ষক আবুল বাশার।

সঞ্চালনা করেন  ননটেক বিভাগের বিভাগীয় প্রধান অনুষ্ঠানের আহবায়ক বাংলার ইন্সট্রাক্টর মোঃ আলী আকবর মিঞা। ।

পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
Comments (0)
Add Comment