পাবিপ্রবিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ক্লাস শুরু

পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে পুরো ক্যাম্পাস। ২ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পৃথক পৃথকভাবে নবীন বরণ ও ক্লাস শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জীবনের প্রথম ক্লাসে অংশ নিতে সকাল থেকে ছুটে আসে নবীন শিক্ষার্থীরা। প্রতিটি বিভাগে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
সরেজমিনে বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা যায়, প্রথম দিন ক্লাসে শিক্ষার্থীদের সাথে তাদের পিতা-মাতা ও ক্যাম্পাসে এসেছেন। ১ম দিনের ক্লাসে ছিলো শিক্ষকদের পক্ষ থেকে নানাবিধ দিক নির্দেশনা। নবীন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনের অনুভূতি জানতে চাওয়া হলে তারা বলে বিশ্ববিদ্যালয় জীবন সুন্দর এক স্বপ্নের নাম। যেখানে সবসময় হাজারো শিক্ষার্থীদের পদচারণা আর কোলাহলে মুখরিত থাকে। আর এই বিশ্ববিদ্যালয় নামক অধরাকে ধরতেই অনেকটা যুদ্ধময় পথ পাড়ি দিতে হয়।
বিশ্ববিদ্যালয় মানেই ক্যাম্পাস, বন্ধু, বড় ভাই-আপুদের সাথে অকৃত্রিম ভালোবাসা আর বিস্তৃত পরিসরে নিজেকে সবার সামনে তুলে ধরা। এই অনুভূতিগুলো আসলেই বিরল। একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমার ক্ষেত্রেও অনুভূতিগুলো একই। উল্লেখ্য, ক্লাস শেষে নবীন শিক্ষার্থীদের মাঝে লক্ষ্য করা যায় উচ্ছ্বাস উদ্দীপনা।
পাবিপ্রবিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ক্লাস শুরু
Comments (0)
Add Comment