হাজী জসীম উদ্দিন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিষেক অনুষ্ঠান

পাবনা প্রতিনিধি : পাবনা হাজী জসীম উদ্দিন ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে কলেজ ক্যাম্পাস মিলনায়তনে অভিষেক অনুষ্ঠিত হয়। অরুষ্ঠানের শুরুতেই নবাগত শিক্ষাথীদেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজদের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ কেএম নায়েব আলী, সহকারী অধ্যাপক কোলমল চন্দ্র দাস, সহকারী অধ্যাপক মো. আব্দুল বশির খান, সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম হুদা প্রমূখ।

বক্তারা বলেন, এই কলেজের ঐতিহ্য রয়েছে। আদর্শ ও নিয়মানুবর্তিতায় পরিচালিত হয় এই শিক্ষা প্রতিষ্ঠান এসব কিছু মেনে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির জন্য কর‌্যান বয়ে আনতে হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার পর স্মার্ট বাংলাদেশ গড়ার গোষনা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মার্ট বাংলাদেশ গড়ার মুল কারিগর হবে আজকের শিক্ষার্থীরা।

হাজী জসীম উদ্দিন ডিগ্রী কলেজে আব্দুল মান্নানের মৃত্যুতে দোয়া মাহফিল ও আলোচনা
Comments (0)
Add Comment