ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ইবিতে মোমবাতি প্রজ্জ্বলন

ইবি প্রতিনিধি: সারাদেশে ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা৷ রোববার রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এটি অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

এসময় তারা ছাত্র আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে দেশাত্মবোধক গান পরিবেশন করেন একদল শিক্ষার্থী। পরে উপস্থিত সকলেই সমস্বরে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এ সময় উপস্থিত সমন্বয়ক ও শিক্ষার্থীরা বলেন, ‘আবু সাঈদ ও মুগ্ধসহ এই আন্দোলনে যত জন শহীদ হয়েছেন তাদের স্মরণে এই মোমবাতি প্রজ্জ্বলন। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে। নতুন অন্তবর্তীকালীন সরকারের কাছে এসকল হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি। আমরা সকলে মিলে এক নতুন বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে চাই।

ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ইবিতে মোমবাতি প্রজ্জ্বলন
Comments (0)
Add Comment