রহমত উল্যাহ,নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোম্পানিগঞ্জ স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য এ কমিটির সভাপতি হিসেবে শিক্ষা প্রশাসন বিভাগের ২০১৯-২০ আহমাদ করীম মাহমুদ এবং বায়োকেমেস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের ২০১৯-২০ আমিনুল ইসলাম হাসিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটির অনুমোদন দেন কোম্পানিগঞ্জ স্টুডেন্টস এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আইসিই ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ড. আবিদুর রহমান
বুধবার (১৩ নভেম্বর ) বিকেল ৪ টা সর্বসসম্মতিক্রমে আগামী একবছরের (২০২৪-২৫) এ কার্যকরী কমিটির ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন আইসিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবিদুর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বিথি মজুমদার, ফিমস বিভাগের প্রভাষক জাহানারা আক্তার লিপি।
প্রধান উপদেষ্টা ড.আবিদুর রহমান বলেন, “কোম্পানিগঞ্জের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষার বীজ বপনের জন্য উক্ত সংগঠনকে স্কুল কলেজে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করা এবং প্রয়োজনে সমাজে আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তার কথা বলেন।”
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে ইকোনমিক্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাজ্জাদুল কিবরিয়া নীল ও এডুকেশন বিভাগের আব্দুল্লাহ আল ফারাবি , যুগ্ম সাধারণ সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বিবি আয়েশা, কোষাধ্যক্ষ পদে ফার্মাসি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ হাসান নিয়াজ , সাংগঠনিক সম্পাদক পদে বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রহমত উল্যাহ , সহ সাংগঠনিক সম্পাদক পদে ইইই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন ,পরিসংখ্যান বিভাগের ইমরান নাজির এপ্লায়েড ম্যাথ বিভাগের শাহপরান শিপন, ছাত্রী বিষয়ক সম্পাদক পদে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহেলা আক্তার, দপ্তর সম্পাদক পদে ইনফরমেশন এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাকিল আদনান , প্রচার সম্পাদক পদে বিএমবি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ইমাম হোসেন মাজেদ ,ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে ইকোনমিক্স বিভাগের প্রথম বর্ষের রাতুল হাসান।
সভাপতি মাহমুদ বলেন, “প্রথমত আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি এবং সমিতির উন্নয়নে জন্য সব সময় কাজ করব ইনশাল্লাহ”।