রিতু সিংহ অর্পিতা ২০২০ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছে ।

অর্পিতা ভবিষ্যতে ডাক্তার হয়ে গ্রামের মানুষের সেবা করতে চায় ।

রিতু সিংহ অর্পিতা এসএসসি পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছে । সে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন A+ পেয়ে সফলতার সহিত কৃতকার্য হয়েছে । অর্পিতা সিংহ রাজশাহী বিভাগের অন্তর্গত জয়পুরহাট জেলার কালাই থানাস্থ পুনট ইউনিয়নের বাসিন্দা। সে পুনট হাই স্কুলের ছাত্রী। সে পুনট ইউনিয়নের মধ্য মেধাতালিকায় ২য় স্থান অর্জন করে বাবা-মা সহ এলাকাবসীর মুখ উজ্জল করেছে। অর্পিতার বাবা স্বাধীন সিংহ পেশায় একজন ব্যবসায়ী ও মাতা ছন্দা রানী সিংহ গৃহিনী । অর্পিতা তিন ভাইবোনের মধ্যে মেঝ । এর আগে অর্পিতার বড় বোন সুস্মিতা সিংহ এসএসসিতে A+ পেয়েছিল এবং ছোট ভাই সুস্ময় তার মেধার স্বাক্ষর রাখছে । অর্পিতা  পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. প্রীতম কুমার দাসের ভাগ্নী । অর্পিতা ভবিষ্যতে ডাক্তার হয়ে গ্রামের মানুষের সেবা করতে চায়। অর্পিতা দেশের সকলের আর্শিবাদ প্রার্থনা  করছে ।

 

এসএসসি ২০২০ ফলএসএসসি ফল 2020
Comments (0)
Add Comment