বাউলদের পরিবর্তনের ধারা নিয়ে ইবিতে সেমিনার

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজী বিভাগের আয়োজনে বাউলদের পরিবর্তনের ধারা নিয়ে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের সভাকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিভাগীয় সভাপতি প্রফেসর ড. মোসাম্মাৎ সালমা সুলতানার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক ও ইবি বঙ্গবন্ধুর চেয়ার প্রফেসর শামসুজ্জামান খান।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমানের তত্বাবধানে প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক লিটন বরুন সিকদার।

এসময় ইংরেজি বিভাগের প্রফেসর ড. মামুনুর রহমান, প্রফেসর ড. রশিদুজ্জামান, সহকারী অধ্যাপক প্রদীপ কুমার অধিকারী, সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদ, ইইই বিভাগের প্রফেসর ড. এম মাহবুবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তৃতাকালে বক্তারা বর্তমানে অধ্যয়নের পদ্ধতি ও রচনাশৈলী সংক্রান্ত পদ্ধতির উপর আলোকপাত করেন। পাশাপাশি তারা বাউলের ​​পরিবর্তনশীল দিকগুলোর উপর অধ্যয়নের সংক্ষিপ্ত বিবরণে মনোনিবেশ করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়বাউলদের পরিবর্তনের ধারা নিয়ে ইবিতে সেমিনার
Comments (0)
Add Comment