ইবিতে ‘ইসলাম প্রচারে সিলেটের ভূমিকা’ বিষয়ক সেমিনার

আজাহার ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ইসলাম প্রচারে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট: একটি পর্যালোচনা’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে বিভাগের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষক মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজ। প্রবন্ধে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের উত্তর-পূর্বঞ্চলের প্রশাসনিক অঞ্চল সিলেট জেলায় ইসলাম প্রচার সম্পর্কে আলোকপাত করেছেন গবেষক। সিলেটে ইসলাম আবির্ভাব, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেছেন তিনি। এছাড়া প্রবন্ধে সিলেটের প্রাকৃতিক বিভিন্ন স্থানের বর্ণনা দেওয়া হয়েছে।

সেমিনারে বিভাগের সভাপতি প্রফেসর ড. এয়াকুব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. রইছ উদ্দীন। মূখ্য আলোচক ছিলেন আল-কোরআন বিভাগের প্রফেসর ড. জালাল উদ্দীন ও প্রফেসর ড. এ কে এম রাশেদুজ্জামান। সেমিনারটি সঞ্চালনা করেন একই বিভাগের প্রফেসর ড. শেখ এ বি এম জাকির হোসেন।

সেমিনারে আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান, একই বিভাগের প্রফেসর ড. মঈনুল হক, আল-কোরআন বিভাগের প্রফেসর ড. গোলাম রব্বানী, আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অ্যাসোসিয়েড প্রফেসর ড. নাছির উদ্দীন আযহারী প্রমুখ উপস্থিত ছিলেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া
Comments (0)
Add Comment