ইবিতে ‘ইংরেজি লেখার শিক্ষামূলক চ্যালেঞ্জ’ বিষয়ক সেমিনার

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এম.ফিল থেকে পিএইচ.ডি স্থানান্তরের লক্ষ্যে ‘ময়মনসিংহ বিভাগে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিদেশি ভাষা হিসেবে ইংরেজি লেখার শিক্ষামূলক চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের সেমিনার কক্ষে ইংরেজি বিভাগের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিভাগের প্রফেসর ড. মিয়া রাশিদুজ্জামানের তত্ত্বাবধানে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের গবেষক মো. হাবিবুর রহমান। আমাদের দেশে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইংরেজি বাধ্যতামূলক হলেও শিক্ষার্থীদের ইংরেজি লেখা ও বলার দক্ষতা অসন্তুষ্টিজনক বলে গবেষণা প্রবন্ধে উল্লেখ রয়েছে। এছাড়া উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিদেশি ভাষা হিসেবে ইংরেজি লেখার শিক্ষামূলক প্রতিবন্ধকতা ও সম্ভাবনা তুলে ধরেছেন গবেষক।

এসময় বিভাগের সভাপতি প্রফেসর ড. মোসাম্মাৎ সালমা সুলতানার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বিভাগের প্রফেসর ড. শাহাদাৎ হোসেন আজাদ। এছাড়া আইন অনুষদের ডিন প্রফেসর ড. হালিমা খাতুন, ইংরেজি বিভাগের প্রফেসর ড. মিজানুর রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রকাশ চন্দ্র বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রদিপ কুমার অধিকারী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাজ্জাদ হোসেন জাহিদসহ বিভিন্ন স্তরের শিক্ষক, কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারটি সঞ্চালনা করেন বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর লিটর বরন শিকদার।

ইসলামী বিশ্ববিদ্যালয়ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া
Comments (0)
Add Comment