ইবি প্রতিনিধি: বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে ‘মুজিববর্ষের অঙ্গিকার ঘরে ঘরে গ্রন্থাগার’ স্লোগানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় গ্রন্থাগার দিবস-২০২১ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনাসভায় মিলিত হয়।
আলোচনাসভায় গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান।
অনুষ্ঠানে উপ-গ্রন্থাগারিক আব্দুল আজিজের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপ-রেজিস্ট্রার ড. নওয়াব আলী খান, পরিকল্পনা উন্নয়ন অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান, উপ-গ্রন্থাগারিক হাবিবুল্লাহ। এসময় গ্রন্থাগারের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রেজিস্ট্রার (ভারপাপ্ত) আতাউর রহমান বলেন, ‘গ্রন্থাগার হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণসম। এটি ছাড়া একটি বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ হতে পারে না। জ্ঞানার্জনের অন্যতম মাধ্যম গ্রন্থাগার। কিন্তু সর্বদা শিক্ষার্থীদের পদচারণায় মুখর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার এখন শিক্ষার্থীশূণ্য। যা আমাদের মর্মাহত করে। আশা করি খুব দ্রুতই গ্রন্থাগার আবারও প্রাণ ফিরে পাবে।’