ইসলামী বিশ্ববিদ্যালয়ে খোলাফায়ে রাশেদীনের শাসনামলের বৈশিষ্ট্য বিষয়ক সেমিনার

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘খোলাফায়ে রাশেদীনের শাসনামলের বৈশিষ্ট্য’ শীর্ষক পিএইচ ডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিভাগের সভাপতি প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অনুষদীয় ডিন প্রফেসর ড. মুহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন গবেষণার তত্বাবধায়ক ও বিভাগের প্রফেসর ড. আকতার হোসেন।

সেমিনারে মূখ্য আলোচক ছিলেন বিভাগের প্রফেসর ড. ময়নুল হক এবং প্রফেসর ড. আ হ ম নুরুল হক। এতে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষক আব্দুল জব্বার খান।

প্রবন্ধে খোলাফায়ে রাশেদীনের পরিচয়, সময়কাল, নির্বাচন পদ্ধতি, শাসনআমলের বৈশিষ্ট্য, কুরআন-সুন্নাহর ভিত্তিতে আইন রচনা ও প্রয়োগ, সরকার ব্যবস্থা, খলিফাদের জীপনযাপন, বিচার ব্যবস্থা ও তাদের বেতন-ভাতার বিষয় তুলে ধরেছেন গবেষক।

সেমিনারে অন্যান্যদের মাঝে আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. এয়াকুব আলী, একই বিভাগের প্রফেসর ড. শেখ এ বি এম জাকির হোসেন, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শফিকুল ইসলাম, আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. নাছির উদ্দীন আযহারী প্রমুখ উপস্থিত ছিলেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়
Comments (0)
Add Comment