ইবিতে ‘সমাজ ব্যবস্থায় ইসলামী নীতি ও আদর্শ’ শীর্ষক সেমিনার

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘সমাজ ব্যবস্থায় ইসলামী নীতি ও আদর্শ’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিভাগের সভাপতি প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অনুষদীয় ডিন প্রফেসর ড. মুহাম্মাদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন গবেষণা তত্বাবধায়ক ও বিভাগের প্রফেসর ড. ময়নুল হক।

সেমিনারে মূখ্য আলোচক ছিলেন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ নাছির উদ্দীন এবং প্রফেসর ড. আকতার হোসেন। এসময় প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষক শফিকুল ইসলাম। তিনি ‘সামাজিক অবক্ষয় ও সন্ত্রাস রোধে রাষ্ট্রের ভূমিকা: ইসলামী দৃষ্টিকোণ’ শিরোনামে পিএইচডি গবেষণা করছেন।

প্রবন্ধে প্রচলিত সমাজ ও ইসলামী সমাজের পরিচিতি, বৈশিষ্ট্য, সাম্য ও ভ্রাতৃত্ব, সমাজের অবক্ষয় ও সন্ত্রাস মুক্ত সমাজ বিনির্মাণে ইসলামী সমাজের বিচার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেছেন গবেষক।

সেমিনারে অন্যান্যদের মাঝে বিভাগের প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. শফিকুল ইসলাম, আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শেখ এ বি এম জাকির হোসেনসহ বিভিন্ন স্তরের শিক্ষক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়
Comments (0)
Add Comment