পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা জেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের জন্য মেসের ভাড়া শতকরা ৪০ ভাগ কম নেওয়ার সিদ্ধান্ত গ্রগণ করা হয়েছে । আজ পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে পাবনা জেলা প্রশাসক কবির মাহমুদের সভাপতিত্বে একটি বৈঠকে এ সিদ্ধান্ত গ্রগণ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. প্রীতম কুমার দাস, সহকারী প্রক্টর মোঃ ফারুক আহম্মেদ এবং ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু ও বিভিন্ন মেস মালিক ।
সেখানে এপ্রিল মাস হতে কোভিট-১৯ মহামারী চলাকালীন সময় পর্যন্ত পাবনা জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের মেসের ভাড়া ৪০% মওকুফের সিন্ধান্ত হয় এবং এপ্রিল ও মে মাসের ভাড়া জুন মাসে পরিশোধের জন্য বলা হয়েছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং ছাত্রছাত্রীদের একান্ত প্রচেষ্টায় এই উদ্যোগে উচ্ছাস প্রকাশ করেছে পাবনা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. প্রীতম কুমার দাস এই বিশ্ব করোনা মহামারীর সময়ে অসহায় ছাত্রছাত্রীদের কথা ভেবে মেস/ বাসা ভাড়া মওকুফের সিন্ধান্ত গ্রহণের জন্য ডিসি মহোদয়,পাবিপ্রবি শাখা ছাত্রলীগ এবং মেস মালিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
উল্লেখ্য, করোনার ভাইরসের জন্য দেশব্যাপী ছুটি এবং লকডাউন পর থেকেই মেসের ভাড়া মওকুফ নিয়ে ছাত্রছাত্রীদের দাবির পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ পাবনা জেলা প্রশাসনের কাছে দাবি করে আসছিলো। পরবর্তীতে পাবনা জেলা প্রশাসকের আশ্বাসে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাখা ছাত্রলীগের সহযোগিতায় সকল মেস ও বাসার মালিকের নামের লিষ্ট ও ফোন নম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেয় এবং ৭ জুনের বৈঠকে ভাড়া মওকুফ সংক্রান্ত ঘোষণা আসে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ।