পাবনা প্রতিনিধি : অঞ্জন আইচের কাহিনী, গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় “আবার” নামের চলচ্চিত্রে পুলিশ অফিসার চরিত্রে অভিনয়ে দেখা যাবে পাবনার যুবরাজ কে।এসজি প্রডাকশন প্রযোজিত চিত্র নায়ক ডিএ তায়েব অভিনীত ঐতিহাসিক গল্প “ঈসা খাঁ” চলচ্চিত্রে’র জমিদার চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন অভিনেতা যুবরাজ। চলচ্চিত্রটির কাহিনী ও পরিচালক ডায়েল রহমান। ঈদের পরে শুটিং শুরু হবে বলে জানান তিনি। এছাড়াও অভিনেতা যুবরাজ, গল্প ও চিত্রনাট্য গীতিকার চলচ্চিত্র নির্মাতা পরিচালক আলী জুলফিকার জাহেদী পরিচালিত ”দি পেপার” কাগজ নামক চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন। তিনি ছবিটিতে কোমল চরিত্রে (ফিল্ম প্রডিউসার) হিসেবে থাকবেন।
কোরবানি ঈদের পরে ছবিটির শুটিং শুরু হবে জানান এই অভিনেতা। অভিনেতা যুবরাজ বলেন, ছোট পর্দায় নিয়মিত অভিনয়ের মাধ্যমে নিজেকে সকলের কাছে পরিচিত করতে চাই আমি এবং প্রতিষ্ঠিত অভিনেতা হিসেবে নিজেকে তৈরি করতে চাই। তিনি আরও বলেন, ঈদের পরে কায়সার আহমেদ, সকাল আহমেদ, শেখ নাজমুল হুদা ইমন, অমিতাভ রেজা চৌধুরী, সাজ্জাদ হোসেন দোদুল, ফজলে আজিম জুয়েল চৌধুরী, সৈয়দ শাকিল, সেলিম রেজা, বর্ন নাথ, সাগর জাহান, আনিস শিকদার, আশুতোষ সুজন ভট্রাচার্যসহ বিভিন্ন পরিচালকের অধীনে নিয়মিত কাজ করার সুযোগ পাবেন বলে জানান এই অভিনয় শিল্পী।
মূলত মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা যুবরাজ ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত শতাধিক নাটক, ছয়টি চলচ্চিত্র, তিনটি বিজ্ঞাপন ও একটি ডকুমেন্টারিতে অভিনয় করে শিল্পী সংঘের সদস্য ও এফডিসির সদস্য হয়েছেন। তিনি জানান, বিটিভিতে তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন করবো আমি। গত হয়ে যাওয়া অডিশন করোনার কারণে আবেদন করে সাক্ষাৎ করতে পারিনি। আমৃত্যু পর্যন্ত অভিনয় করে নিজেকে বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত অভিনেতা ও সুনাগরিক হিসেবে রেখে যেতে চান এই অভিনেতা।