মানুষের জয়- কোনো দুরাশা নয়
– কাজী আতীক।
মানুষের ইতিহাস আসলে প্রকৃতি জয়ের
মানুষের ইতিহাস আসলে বাঁধা বিঘ্ন অতিক্রমের
সেই মানুষ কেনো আজ তবে জুবুথুবু ভয়ে?
হোক না মরণব্যাধি- এক ক্ষুদ্র জীবাণুইতো
তাকে কেনো মানুষের কিসের এতো ভয়?
ঠিকই দাঁড়াবে মানুষ আবারো মাথা উঁচু করেই নিশ্চয়।
মানুষ কি ডাইনোসরকে পরাস্ত করে নি অতীতে?
সর্বগ্রাসী বন্যা কি অতিক্রম করেনি মানুষ নূহের নৌকায় চড়ে
আবাদ কি করে নি তারা আবারো এই পৃথিবীকে?
মানুষের ইতিহাস কি প্রকৃতি জয়ের ইতিহাস নয়?
মানুষের ইতিহাস কি বাঁধা বিঘ্ন অতিক্রমের নয়?
যুগে যুগে মানুষ কি হাজারো বালা মুসিবত করেনি জয়
মানুষ কি জানে না-? কোনো কষ্ট কোনো দুঃখই অজেয় নয়,
না, কোনো দুরাশা নয়- আবারো দাঁড়াবে মানুষ মাথা উঁচু করে নিশ্চয়।
কবি কাজি আতীক । নিউ ইয়র্ক প্রবাসী ।
(নিউ ইয়র্ক,১২ মে ‘২০২০)