উদিত মানুষ । মুহম্মদ নূরুল হুদা ।

সূর্যের উদয় হোক শুধু সূর্যোদয় ।

উদিত মানুষ
মুহম্মদ নূরুল হুদা

সূর্যের
উদয়
হোক
শুধু
সূর্যোদয়

সূর্যোদয় আমার ভিতর
সূর্যোদয় তোমার ভিতর
মুহূর্তে
মুহূর্তে
হোক
শুধু
সূর্যোদয়
হে মানুষ তোমার ভিতর

নারী তুমি
তুমি তো পুরুষ
উদিত সূর্যের বুকে উদিত মানুষ
বিশ্বলোকে সবাক তাকাও
আলোকের
কক্ষবক্ষে
সূর্যজন্ম
নাও

শোনো
সূর্যের উদয় আছে অস্ত নাই কোনো
সূর্যের উদয় আছে অস্ত নাই কোনো
বোনো
বুকে তার, হে মানুষ, নিজেকেই বোনো

যাও
সূর্যপুত্র
সূর্যকন্যা
সূর্যাবর্তে
যাও
মানুষের গ্রাস থেকে মানুষ বাঁচাও

best poemMohammad nurul hidaকবিতাকবিতা সমগ্রনতুন কবিতানুরুল হুদার কবিতাসেরা কবিতা
Comments (0)
Add Comment