জাহিদ হাসান নিশান : দেশের নতুন প্রজন্মের তরুণ শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী ‘শান্তা রানী তুলি’। বাংলা সংগীতাঙ্গনে এ সময়ের জনপ্রিয় তারকাদের একজন সুরের পাখি তুলি। দেশে এবং দেশের বাইরে রয়েছে তাঁর গানের অগণিত ভক্ত শ্রোতা। প্রবাসী বাংলাদেশীদের অনুরোধে গান শোনাতে গিয়েছেন বিদেশের মাটিতেও।
সংগীত সাধনা, মেধা ও শ্রমের ফসল তার আজকের এই সাফল্য। তুলি মানেই শ্রোতা-দর্শকের মধ্যে এক নতুন উন্মাদনা।
শ্রোতা-দর্শকের রুচির কথা বিবেচনা করে ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত তিনি চেষ্টা করে যাচ্ছেন তাঁর অগনিত শ্রোতাদের জন্য ভালো কিছু গান উপহার দেবার।
তুলি বাংলাদেশী এবং বাংলা ভাষার বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের প্রতিযোগিতা মূলক সঙ্গীতবিষয়ক টেলিভিশন অনুষ্ঠান সেভেন আপ MPL থেকে সংগীতের জগতে প্রবেশ করেন।
২১ তারিখ রবিবার সকাল ৮টায় বেসরকারি টিভি চ্যাণেল ‘মহনা’ টিভির নিয়মিত ফোনো লাইভ লোক গানের আসর ‘মহনার সকালে’ আড্ডা আর গানে দর্শক মাতিয়ে রাখবেন লোক গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী তুলি । টেলিভিশনের এ অনুষ্ঠানে নিজের পছন্দের বেশ কিছু গান পরিবেশন করবেন তিনি। সেই সঙ্গে টেলিফোনে দর্শকদের সঙ্গে কথা বলবেন ও অনুরোধের গান শোনাবেন এ কণ্ঠশিল্পী।