দুরূহ অপেক্ষা এমন । কাজী আতীক । নিউ ইয়র্ক ।

সে দিনগুলো ফিরে চাই আবার ।

দুরূহ অপেক্ষা এমন
– কাজী আতীক।

সে দিনগুলো ফিরে চাই আবার
অবাধ চলাফেরার,
আসরে বাসরে বন্ধু সমাবেশে
বাধাহীন যাওয়া আসার,

কতো আর কাটাবো এভাবে সন্ত্রস্ত যাপনে
কতো আর কাটাবো এভাবে সংযত বিচরণে
তবে কি এ কষ্টকাল যাবেনা সহজে?

দূর হও দুরাচার জীবাণু তস্কর
দুর হও শিগগির পৃথিবী থেকে,

আগেকার দিনগুলো আমি ফিরে চাই আবার
এ এক দুরূহ অপেক্ষা এমন-
সে দিনগুলো এখোন ফিরে চাইছি এভাবে-
যেমন ফিরে চাওয়া লাইলী মজনুর অন্তরে।

নিউ ইয়র্ক, ১৮ মে ‘২০২০

best of kazi atiq poembest of poemকবিতা সমগ্রকাজী আতীককাজী আতীকের কবিতাবাংলা কবিতাসেরা দশটি কবিতাসেরা বাংলা কবিতা
Comments (0)
Add Comment