নৈ:শব্দের প্রেম । মাহবুব হাসান । নিউ ইয়র্ক ।

নৈশব্দই আদান-প্রদান করে ভালোবাসা!

মাহবুব হাসান
নৈ:শব্দের প্রেম

নৈশব্দই আদান-প্রদান করে ভালোবাসা!

নিরাক পড়া খরো- দুপুরে
গাছের পাতারা কেঁপে কেঁপে নাচে আর
খুশির হল্লা ছড়িয়ে দিয়ে আমাকে পরাবাস্তবের
ঘোরে চুবাতে চুবাতে
নিউ ইয়র্কের রাস্তা থেকে তুলে নেয়!

বাস্তব-হরিত!

আর রোদের ভেতরে আমি
নি:শব্দ কোলে নিয়ে স্বাধীন!

স্বাধীন! এখানে এই
গোত্তা-খাওয়া কোয়ারেনটিনের জাদুই বাতাশা
ম ম বাশনায় ভরিয়ে তোলে চারদিক;

নিত্যই দোলায় তার লোভের পতাকা!

আমি নাচতে নাচতে
একবার ডুবি সেই লোভের সাগরে
একবার ভেসে যাই তার চোরা-স্রোতে

ভালোবাসার গহ্বরে!!

০৫/১২/২০২০
নিউ ইয়র্ক

কবি মাহবুব হাসানের কবিতাকবি মাহবুব হাসানের প্রেমের কবিতানিউ ইয়র্কনৈ:শব্দের প্রেমপ্রেমের কবিতাভালবাসার কবিতামাহবুব হাসান
Comments (0)
Add Comment