এবার ঈদে বৃন্দাবনে রাঁধা খুঁজবেন বিজয় সরকার

উপমহাদেশের প্রখ্যাত জীবন্ত কিংবদন্তী সংগীতজ্ঞ বিজয় সরকার। একজন জনপ্রিয় গীতিকার, সুরকার, কন্ঠশিল্পী ও লোকজ গবেষক হিসেবে তাঁর সকল সৃষ্টি মানুষের হৃদয়ের সঙ্গে মিশে গ্রাম বাংলার জনপদ, পথ, প্রান্তর, জনমানুষের মনে মিলে মিশে একাকার হয়ে আছে।

বিজয় সরকারের রচনাশৈলী সুর ও গায়কী যাবতীয় বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গেই বিজয় সরকারের সংগীত হয়ে উঠেছে স্বতোৎসারিত প্রবাহের মত৷ অমৃতেনর প্রবাহ বললে খুব ভুল হবে না৷ তাঁর সৃষ্টির এই বিশেষ দিকটিতে ধরা পড়েছে তাঁর প্রতিটা গানগুলোর ভিতরেই।
হোক তা ক্লাসিক, প্রণয়,বিরহ, ভালোবাসা থেকে প্রকৃতি কিংবা স্বদেশ চেতনা থেকে বৈরাগ্য অথবা পূজা থেকে রসবোধ৷ জীবনযাপনের সব শাখাতেই, মানব মনের সব অনুভূতি নিয়েই সংগীত রচনা সুর ও গায়কীর ভেলায় ভাসিয়ে দিয়েছেন মানুষকে অপরূপ সুরের আর বাণীর স্রোতে৷
গুণী এই সংগীতশিল্পী তাই এবার ঈদে নিয়ে এলো তাঁর নতুন মৌলিক গান “আজ বৃন্দাবনে নাই রাধা” শিরোনামের ক্লাসিক এই গানটির কথাও সুর শিল্পীর নিজের। রাধা কৃষ্ণ নিয়ে গানটি শ্রোতাদের ঈদের আনন্দের অংশ হতে পারবে বলে আশা করেন বিজয় সরকার।

—- জাহিদ হাসান নিশান।

বিজয় সরকার
Comments (0)
Add Comment