শেখ হাসিনাকে উৎসর্গ করে পদ্মা সেতু নিয়ে বিজয় সরকারের গান

শেখ হাসিনাকে উৎসর্গ করে পদ্মা সেতু নিয়ে বিজয় সরকারের গান

জাহিদ হাসান নিশান : বিজয় সরকার সংগীতের জনপ্রিয় এক নাম। এবার দেশের উন্নয়নের মাইলফলক পদ্মাসেতু নিয়ে অসাধারণ একটি গান গেয়েছেন খ্যাতিনামা এই কণ্ঠশিল্পী।

‘শেখ হাসিনার উন্নয়নের হইলো প্রমান’ শিরোনামের এই গানটিতে কন্ঠ দেবার পাশাপাশি লিখেছেন বিজয় সরকার নিজেই। গানটি সম্পর্কে কিংবদন্তী এই সংগীতজ্ঞ জানান, পদ্মা সেতু দেশ ও দেশের মানুষের এক ঐতিহাসিক বিজয়। দেশী ও বিদেশি ষড়যন্ত্র রুখে দিয়ে বঙ্গকন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশের টাকায় এই সেতু নির্মাণ করেছেন।

‘শেখ হাসিনার উন্নয়নের হইলো প্রমাণ ‘গানটি আমি মানবতার মা দেশরত্ন ‘শেখ হাসিনা’ উৎসর্গ করলাম।কারন দেশের টাকায় পদ্মাসেতু নির্মাণ করছেন বঙ্গকন্যা জননেত্রী শেখহাসিনা, যা আমি বাঙালি হিসেবে আজ গর্বিত। আমি আমার অন্তর থেকে দেশনেত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করছি বরাবরের মত আমার এই গানটিও সবার প্রশংসা কুড়াবে।

 

পদ্মা সেতু নিয়ে বিজয় সরকারের গানবিজয় সরকারশেখ হাসিনাকে উৎসর্গ করে পদ্মা সেতু নিয়ে বিজয় সরকারের গান
Comments (0)
Add Comment