জাহিদ হাসান নিশান : অবিরাম ভারী বর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট নগরী ও সুনামগঞ্জের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। পরিস্থিতি ক্রমে ভয়াবহ হয়ে পড়ায় উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছেন নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরাও। বন্যা পরিস্থিতির ভয়াবহতায় নাড়া দিয়েছে সারাদেশের মানুষসহ সংগীত শিল্পীদের মনকেও। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে বানভাসি মানুষের সাহায্যের আর্তি জানিয়েছেন ব্যান্ড সংগীত শিল্পী মিটুল হক।
২৫ জুন শনিবার বাংলাদেশ সময় রাত ৮ টায় ইউএস ও কানাডা সময় সকাল ১০ টায় অস্ট্রেলীয়া সময় বেলা ১২ টায় ইউকে রাত ৩ টায় ও সিঙ্গাপুর রাত ১০ টায় UK BD TV- ফেসবুক পেইজে বন্যার্তদের সাহায্যে একটি লাইভ প্রোগ্রামে ইউএস থেকে যোগ দেবেন সংগীত শিল্পী মিটুল হক এবং তার সঙ্গে থাকবেন সংগীত শিল্পী লাবনী। ইতিমধ্যে একটা ফান্ড গঠন করে বিকাশ নাম্বার দেওয়া হয়েছে।
নাম্বারটি হল : ০১৭৬০-৩৩১৭৩০ উক্ত নাম্বারটিতে বানভাসি মানুষকে সাহায্য করতে পারবেন দেশ এবং দেশের বাইরের যেকেউ নিজের সামর্থ্য অনুযায়ী।