তথ্য প্রযুক্তির এই যুগে বিশ্ব এখন ‘গ্লোবাল ভিলেজ’। এখানে যেমন বাংলা গান ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী সাথে অন্য ভাষার গানও দেশের গন্ডি পেরিয়ে এখন বিশ্বব্যাপি বিস্তার লাভ করছে।
যেমন সম্প্রতি ইন্টারনেটে মিনি মারমা’র কন্ঠে”লাউং লাচি” প্রমাণ করেছে— ভাষা এখন কোনো বাধাই নয়। গানটি পাঞ্জাবী ভাষার হলেও কন্ঠ দিয়েছে চিটাগাং খাগড়াছড়ির মেয়ে মিনি মারমা। মিনি’র গাওয়া পাঞ্জাবী ভাষার এই গান এখন মানুষের মুখে মুখে। গানটির প্রশংসায় পঞ্চমুখ হয়ে ইতিবাচক মন্তব্য করছেন নেটিজেনরা আর গানটির মাধ্যমে এখন আলোচনায় মিনি মারমা।
নতুন করে গানটিতে কন্ঠ দেবার পাশাপাশি অভিনয় এবং নৃত্যেও অংশগ্রহণ করেছেন মিনি মারমা নিজেই। নতুন ভাবে গানটির সংগীত আয়োজন করেছেন তরুণ প্রজন্মের আভরাল সাহির।
ফ্লীম ল্যাবের পরিবেশনায় গানটি প্রকাশ পেয়েছে শিল্পীর নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল Mini Marma. তে।
জাহিদ হাসান নিশান।