আহ্বান । মাহবুব হাসান । জ্যামাইকা, নিউ ইয়র্ক ।

অন্তর্যামী !

মাহবুব হাসান
আহ্বান

আমি তাকে আহ্বান করি পাঁচবার

আমার বয়স কমে যাচ্ছে শূন্যের চৌকাঠে,মূলে…..
সেদিনের জীবন আমার
এখন অন্য কিছুর মোহের শয্যায়, যেন
পাকা আমটি জৈষ্ঠ্যের
শূন্যে ঝুলে আছে অনন্তে পড়বে বলে!
খাদের কিনারে কেউ কি ভাবে
সিজদার কী মানে?

অন্তর্যামী!

আমি এক সুনির্দিষ্ট সময়ের হাতে জন্মাবধি বন্দী ,
সেই অদৃশ্য জাল ছিন্ন করে সাধ্য নেই
পৃথিবীর প্রবল বাতাস ঘূর্ণিঝড় আর সুনামির
অতল ধ্বংসলীলার;
কেবল তুমি প্রাণেশ্বর আমার,
অকতোভয় মানুষেরে কেন
সময় নামের এক স্বচ্ছ ক্ষুদ্র
বোতলে আটকে রাখো?

পরিযায়ী পাখি নয় যে উড়ে যাবে সে
দিগন্ত ঠুকরে রক্তনদী বহাবে অকাতরে!

তুমি স্বাধীন করো স্বাধীন করো
আমাদের শব্দহীন
জবান!

০৫/২০/১৯
জ্যামাইকা, নিউ ইয়র্ক

কবি মাহবুব হাসানকবি মাহবুব হাসানের কবিতাকবি মাহবুব হাসানের প্রেমের কবিতাকবিতাকবিতা সমগ্রমাহবুব হাসানমাহবুব হাসানের সেরা কবিতাসেরা কবিতা
Comments (0)
Add Comment