নিশান বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় ব্যান্ড তারকা মিটুল হক। ব্যাতিক্রমধর্মী গায়কী স্টাইল দিয়ে জয় করে নিয়েছেন মানুষের হৃদয়৷ দেশ এবং দেশের বাইরে রয়েছে তার অসংখ্যা ফ্যান ফলোয়ার।
সম্প্রতি এই তারকার ফেসবুক এ্যাকাউন্ট টি ফেসবুক কর্তৃপক্ষ ব্লু ব্যাজ ভেরিফাই করে দিয়েছেন।
ফেসবুক ব্লু ভেরিফাইড বলতে যা বুঝায় তা হলো, আইডির পাশে ছোট্ট একটা নীল কালারের টিক চিহ্ন। সাধারণত কর্তৃপক্ষ কোন বিশেষ ব্যক্তির ( জনপ্রিয় তারকা, সংগীত শিল্পী, অভিনয় শিল্পী, রাজনৈতিক নেতা, খেলোয়াড়, গুরুত্বপূর্ণ কোন ব্যক্তি) আইডি ভেরিফাই করে থাকে। এতে করে তাদের নামে যে সকল ভুয়া একাউন্টগুলো আছে সেগুলো বন্ধ হয়। এবং তারকারা হ্যাকারদের হাত থেকে রক্ষা পান৷
এখন থেকে মিটুল ফ্যানরা তাঁদের প্রিয় তারকাকে সহজেই খুঁজে পাবেন। এবং তাঁর দেওয়া পোষ্টগুলো সহজেই যাচাই করতে পারবেন।
মিটুল হকের আইডিটি ব্লু বেজ হওয়াতে এখন থেকে ফেসবুক কর্তৃপক্ষ সর্বদা এই ব্যান্ড তারকার ফেসবুক আইডির দিকে নজর রাখবেন সেজন্য তাঁর আইডিটি আর নষ্ট বা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবেনা।