বাংকু । মাহবুব হাসান । নিউ ইয়র্ক ।

বোবা-সত্যই আসল ।

মাহবুব হাসান

বাংকু

বোবা-সত্যই আসল,

থাকে অন্তরে

মানুষ তাকেই ভালোবাসে

তার বোধের বাস্তবে,

আর দ্রোহ তার শেকড় ছড়ায়।

দেখা-শোনার স্বভাব

আমাদের জানা

কেউ তা মানে আবার

কেউ মানে না,

জানো না ক্ষুধার্তের মানে।

আমার লাল টাওয়েল কী

দেখায়?

কেবল সূর্যালোক?

আমার জানালা দিয়ে

আসা?

আশা জাগায়, দ্রোহ সে

চায়!

যখন অনুভব করবে

আলো তোমার অন্তর

তখন উসকে দেবে জনপদ

রোদের সাথে বাতাসের

খেলাধুলা।

আমি জীবন কি জানতে

চাই সে কেবল মাংসল

কোনো আধার নয় জানি

হারমনি তার নিখুঁত

অন্তরে ।

মাহবুব হাসান-আমেরিকা প্রবাসী :

কবি । সাংবাদিক । কলাম লেখক ।

০৫/২৬/২০২০ নিউ ইয়র্ক

কবি মাহবুব হাসানকবিতাকবিতা সমগ্রপ্রেমের কবিতাবাংলা কবিতাভালবাসার কবিতাসেরা কবিতা
Comments (0)
Add Comment