আপন সত্তা
মোহীত উল আলম
মানুষের ভিতর আরেকটা ভিতর আছে
তোমার হাত কি পড়লো সেখানে অগত্যা
খুঁটছো কি তার শিরা-উপশিরা
গেল সারাটি বেলা।
রৌদ্র, সত্য, প্রেম, রাগ-ক্ষোভ কতো না
সমানে রাখছে বেসামাল আমাদের
অথচ হাত পড়লে কখনো ঐইখানে
বুঝতে পারি
কতো না ঠক, কতো না অলীক
বাইরের বোঝাপড়া।
ঐ জায়গায় কেবল অপার অবোধ একটা টান
নিগড়ের খাঁজে তার ব্যাপ্তি আরেক নিগড়ে বাঁধা –
ভালোবাসার কামড়-চিহ্ন বা দৃশ্যত কোন বেড়ি
সেখানে কখনো থাকেনা নিশ্চিত, এমনতরো ধরো।
তারপরও দেখ কী আশ্চর্য, আকাশজুড়ে সীমানা,
হোক না তা–
ডিঙ্গোনো যায় না তবুও ঐ সামান্য ক্ষুদ্র বেড়ি।
মানুষ ক্রমশ ছোট হয় তার অভিজ্ঞতার কাছে
তার আগে তার চালচলন খানিকটা মুখোশ-পরা
অচিন-যাত্রী মাফিক সে, ‘ফিল-গুড’ হাসি তার
সে পেয়ে যাবে লেহন, চোষণ, চুম্বন একাকার।
কিন্তু
যে-মাত্র হাত পড়লো ভিতরটাতে তার,
অমনি উঠলো জেগে সে,
সত্তা জুড়ে এক অনিবার চিৎকার।
বললে উঠে, ‘না, না, আমি যে নেই এই সকলের মধ্যে’।
পূত, অদৃশ্য, বেড়িবিহীন, কিন্তু বেড়িময়
না-ডিঙ্গোনোর উঠোনটা কেন বড় আপন হয়!
চিরকালটা তাইতো সে থাকছে সেখানে পড়ে।
=শেষ=
৩০ মে ২০২০