আজ ঐতিহাসিক ৭ই মার্চ, আমি ব্যক্তিগতভাবে আজকের এই দিনকেই আমাদের স্বাধীনতার চুড়ান্ত রূপরেখা অঙ্কিত হবার দিন বলে বিশ্বাস করি। সবার জন্য ভালোবাসা, সবাইকে শুভেচ্ছা অনিঃশেষ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
কাজী আতীক,
নিউ ইয়র্ক, ৭ই মার্চ ২০২২
——————————————–
এই দিনের জন্য আমার যে কবিতাটি ——-
————————————-
বঙ্গবন্ধু অনন্ত প্রতীক্ষা আমার/
তিনি আসবেন, আবারোও আসবেন তিনি –
মঞ্চে এসে দাঁড়াবেন সেই পরিচিত ভঙ্গিমায়
তিনি আবারোও আঙুল উঁচিয়েই বলবেন
‘এবারের সংগ্রাম ……………….’
আমি অপেক্ষায়, অনন্ত প্রতীক্ষা আমার –
যে তিনি সাতই মার্চকে মহান বানিয়েছিলেন!
কেবল আঙ্গুল উঁচিয়েই সেদিন- রচনা করেছিলেন
পৃথিবীর সব চেয়ে শক্তিশালী অলিখিত সংবিধান,
‘আজ থকে বন্ধ থাকবে…’
‘আমি যদি হুকুম দেবার না পারি’ অথবা
‘ঘরে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো’
অতঃপর সেই যুগ সৃষ্টিকারী পঙক্তিমালা
বঙ্গবন্ধুর আঙুল উঁচিয়ে সেই দৃপ্ত উচ্চারণ-
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম- স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা”
তৈরি হয়ে গেলো স্বাধীনকামী একটি রাষ্ট্রের পথ পরিক্রমার বিধান,
সেই থেকেই মূলত পৃথিবী গোলকে শুরু আমদের রাষ্ট্রের সম্মান,
হাজার বিপত্তি পেরিয়ে অতঃপর আমরা আবারও বাঙালী হলাম,
তাই বঙ্গবন্ধু- স্বাধীনতা, বাংলা ও বাঙ্গালীর সমার্থক একটি নাম।
আমার প্রতীক্ষা আবারোও, এবং কাটবে প্রতীক্ষায় বাকি দিনগুলো-
আর একটিবার যদি তিনি মঞ্চে এসে দাঁড়ান
আর একটিবার কেবল ফিরে আসুন তিনি,
ফিরে আসুন তিনি তাঁরই এই বাংলায়,
আকাশ বাতাস প্রকম্পিত করে ধ্বনিত হোক সেই বজ্রনিনাদ
“এবারের সংগ্রাম, …….” শুনতে চাই কেবল আর একটিবার-
আঙুল উঁচিয়ে যেমন তিনি শুনিয়েছিলেন সেদিন-
বাঙ্গালীর মুক্তির ইশতেহার।
(নিউ ইয়র্ক, ৭ মার্চ, ২০১৪)