টিকা উৎপাদনে বাংলাদেশের সক্ষমতার কথা জি-৭ কে জানালেন গুতেরেস

বিডি২৪ভিউজ ডেস্ক : বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭-কে বাংলাদেশের করোনা টিকা উৎপাদনের সক্ষমতার বিষয়ে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শুক্রবার (১৮ জুন) মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে নিউ ইয়র্কে এক বৈঠকে গুতেরেস জানান, সম্প্রতি অনুষ্ঠিত জি-৭-এর শীর্ষ সম্মেলনে তার (আব্দুল মোমেন) টিকা উদ্যোগের বিষয়ে অবহিত করতে গিয়ে টিকা উৎপাদনে বাংলাদেশের সক্ষমতার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার টিকাকে ‘জনগণের পণ্য’ হিসেবে ঘোষণা দেওয়ায় জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। সব দেশ যেন টিকা পায় সে ব্যবস্থা করার জন্য মহাসচিবকে অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী। সংস্থার বিভিন্ন উদ্যোগে বাংলাদেশের দৃঢ় নেতৃত্বের প্রশংসা করে মহাসচিব বলেন, ‘বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের বিশেষ সম্পর্ক রয়েছে।’ বৈঠকে রাষ্ট্রদূত রাবাব ফাতিমা পররাষ্ট্রমন্ত্রীকে সহযোগিতা করেন।

গুতেরেসজোট জি-৭টিকা উৎপাদনে বাংলাদেশের সক্ষমতার কথা জি-৭ কে জানালেন গুতেরেসপররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন
Comments (0)
Add Comment