মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জলাতঙ্কের ভ্যাকসিন

সাইফুর নিশাদ, মনোহরদী (নরসিংদী) থেকে : মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন না থাকার সংশ্লিষ্ট রোগীদের হয়রানি সীমাহীন। এ জন্য তাদের জেলা সদরে  দৌড়তে হয়। প্রায় ৪ লাখ জনসংখ্যা অধ্যুষিত মনোহরদীতে শেয়াল, কুকুর, বেড়াল, বানরের কামড়ে জলাতঙ্ক রোগের জন্য ভ্যাকসিন নিয়ে দুর্ভোগ পোহাতে হয়। সব সুযোগ সুবিধে বিদ্যমান থাকা সত্বেও সামান্য এ ভ্যাকসিনটি এখানকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যায় না।
ফলে বাইরে থেকে কিনে নিতে হয়, সে কারনে এর মান নিয়েও বিশ্বাস যোগ্যতার প্রশ্ন উঠে। প্রায় প্রতিদিনই  ভ্যাকসিনের প্রয়োজন নিয়ে ছুটে এসে রোগী সাধারনকে এখান থেকে  হতাশা নিয়ে ফিরতে দেখা গেছে।এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভ অসন্তোষ বিদ্যমান থাকলেও প্রতিকারের কোন ব্যবস্থা নেই। এ ব্যাপারে মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শামীম আহমেদ জানান, উপজেলা পর্যায়ে  জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সরবরাহ নেই, আর কখনো ছিলোও না।
নরসিংদীমনোহরদীমনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সেসাইফুর নিশাদ
Comments (0)
Add Comment