বান্দরবানে স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ উদযাপন

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: ক্যান্সার নির্মূলে বান্দরবানে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ উদযাপন করা হয়েছে।

আজ ১৯ জানুয়ারি মঙ্গলবার সকালে বান্দরবান সদর হাসপাতাল প্রাঙ্গণে জাতিসংঘ জনসংখ্যা তহবিল ও কারিতাসের সহযোগিতায় এ সপ্তাহ পালন করা হয়।

সিভিল সার্জন ডাক্তার অংসুই প্রু মারমার সভাপতিত্বে জরায়ু ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন প্রতিবছর জরায়ুমুখ ও স্তন ক্যান্সারে অনেক মানুষ মারা যায়। সঠিক পরিচর্যা ও পরিকল্পনা অনুযায়ী সুনির্দিষ্ট চিকিৎসা না পাওয়ার কারণে অকালে ঝরে যায় অনেক তাজা প্রাণ। তাই বাংলাদেশে এ রোগে মৃত্যুহার কমাতে সকলকে সচেতন হতে হবে এবং জনগণকে স্বাস্থ্য সম্মত ভাবে জীবন যাপন পরিচালনা করতে হবে। কথায় আছে স্বাস্থ্যই হলো সকল সুখের মূল। তাই অতিথিরা সর্বশেষে আরো বলেন জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হলে স্বাস্থ্য সচেতন ভাবে জীবনের প্রতিটি কাজ পরিচালনা করতে হবে। পরিশেষে সকলকে সুন্দর জীবন গঠন করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

বান্দরবানে স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ উদযাপন
Comments (0)
Add Comment