বিডি২৪ভিউজ ডেস্ক : Moscow, 15th June 2021– বেলারুশিয়ান পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট১ চালু করতে রাশিয়া ও বেলারুশ এক্সেপটেন্স সার্টিফিকেট সাক্ষর করেছেন। এই প্রকল্পের নকশা ও নির্মানে কাজ করেছে রোসাটমের প্রকৌশল বিভাগ। বেলএনপিপিচুক্তি ও বেলারুশিয়ান আইন অনুযায়ী পাওয়ার ইউনিটকে হস্তান্তর করা হয়েছে। এই চুক্তি অনুসারে নির্মানকারী প্রতিষ্ঠান ওয়ারেন্টি পিরিয়ডে পুরো এই পাওয়ার ইউনিট অপারেশন এর দায়িত্ব পালনকরবে।
রোসাটমের ডাইরেক্টর জেনারেল এলেক্সি ডেইরী বলেন “ আজ আমরা এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলাম ।প্রথম বারের মত রাশিয়ার বাইরে রোসাটমের তৈরী জেনারেশন থ্রি প্লাস প্রযুক্তির পাওয়ার ইউনিট বানিজ্যিক ভাবে চালু করা হলো । দুটি দেশের বিশেষজ্ঞগণের সমন্বয়ে গঠিত দলের অক্লান্ত পরিশ্রম , এবং রাশিয়ার পারমানবিক প্রযুক্তির উপর ভরসা দক্ষতা ও এর উপর ভরসার কারনেই এই সাফল্য অর্জিত হয়েছে” ।
এএসই ইসি এর প্রেসিডেন্ট এবং রোসাটমের পারমানবিক শক্তি বিষয়ক প্রথম ডেপুটি ডিরেক্টর জেনারেল আলেক্সেন্দার লস্কিন বেলারুশিয়ান এনপিপির ডিরেক্টর জেনারেল মিখাইল ফিলিমোনোভ কে পাওয়ার ইউনিটের প্রতিকী চাবি হস্তান্তর করার সময় বলেন “ বেলারুশিয়ান সহকর্মীদের প্রতিকী চাবি হস্তান্তরে আমি আমার পূর্ন আস্থা নিয়ে বলতে চাই যে বেলারুশ সার্বাধুনিক ও সর্বাধিক নিরাপদ পারমানবিক পাওয়ার ইউনিটের অধিকারী হলো । এই চাবি তোমাদের আজ থেকে আশি বছর পরে শুধুমাত্র এই ষ্টেশন কি বন্ধ করতে প্র্যোজন হবে ।
বেলারুশিয়ান এনপিপির পাওয়ার ইউনিট ১ এর যাত্রা শুরু হয় ৭ই অগাস্ট ২০২০ , এবং এই ইউনিট কে গ্রিডে সংযুক্ত করা হয় ৩ নভেম্বর ২০২০ এ , এর পাইলট অপারেশন শুরু হয় ২২ ডিসেম্বর ২০২০ । বেলারুশের জরুরী অবস্থার সংক্রান্ত কলেজিয়াম অব মিনিষ্ট্রী ২ জুন ২০২১ সালে এই পাওয়ার ইউনিটকে বানিজ্যিকভাবে চালু করার জন্যে অনুমদন দেয় ।
দুইটি ভিভিইআর ১২০০ রিয়াক্টর ও ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা সমৃদ্ধ বেলারুশিয়ান এনপিপি দেশটির গ্রন্দ অঞ্চলের অস্ত্রভেতসে নির্মান করা হয়েছে । বেলারুশের প্রথম পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্যে দেশটি রাশিয়ান নকশার জেনারেশন থ্রি প্লাস প্রযুক্তি কে বেছে নিয়েছে যা সম্পুর্নভাবে আন্তর্জাতিক মান ও আন্তর্জাতিক পারমানবিক শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তা সংক্রান্ত সুপারিশের সাথে সামঞ্জস্যপুর্ন । বর্তমানে চারটি ভিভিইআর-১২০০ রিয়াক্টর রাশিয়াতে; যার দুটি নভোভোরোনেঝ এনপি পি তে এবং বাকি ২টি লেনিনগ্রাদ এনপি পি তে চালু আছে ।
জেনারেশন থ্রি প্লাস প্রযুক্তি সমৃদ্ধ ভিভিইআর ১২০০ রিয়াক্টরের পাওয়ার ইউনিটকে এর আগের প্রজন্মের রিয়াক্টরের (ভিভিইআর ১০০০ )সাথে তুলনা করলে দেখা যায় যে এর অনেক সুবিধা রয়েছে , যার মধ্যে আছে এক্টিভ ও প্যাসিভ সুরক্ষা ব্যাবস্থা যার মাধ্যমে এই পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রটি কে বাহ্যিক ও আভ্যন্তরীণ প্রভাব থেকে সর্বোচ্চ প্রতিরোধ করে। ভিভিইআর ১২০০ পাওয়ার ইউনিটে কোর ক্যাচার থাকে, যাকে আমন ভাবে নকশা করা হয়েছে যে এটি কোন দূর্ঘটনার সময়ে রিয়াক্টর কোরের গলিত পদার্থকে ধরে রাখে এবং তা ঠান্ডা করে, এছাড়াও রয়েছে প্যাসিভ সেফটি সিস্টেম যা সম্পুর্ন বিদ্যুৎ বিভ্রাটের সময়েও মানুষের হস্তক্ষেপ ছাড়াও কার্যকর থাকে । এছাড়াও জেনারেশন থ্রি প্লাস রিয়াক্টরের সক্ষমতা ২০% বাড়িয়েছে, নিরাপত্তা সংক্রান্ত সমস্যায় মানুষের প্রয়োজন কমিয়েছে , এবং ইউনিটের আয়ুষ্কাল ৩০ থেকে বাড়িয়ে ৬০ বছর করেছে , যা আরো ২০ বছর বাড়ানো সম্ভব ।
First power unit of Belarusian NPP enters commercial operation
Moscow, 15th June 2021–Russian and Belarusian parties signed an acceptance certificate for the start-up of power unit No. 1 of Belarusian NPP. Rosatom’s Engineering Division acted as the project’s general designer and general contractor.
The power unit was transferred in accordance with both the terms stipulated in the contract for the construction of BelNPP and the legislation of the Republic of Belarus.
According to the contract, the general contractor assumes responsibility for the power unit’s operability for the duration of the warranty period.
“Today, we witness a historic event. The first power unit equipped with the latest generation III+ [technology] to be built by Rosatom outside of Russia has been put into commercial operation. This is the result of extensive work carried out by a team of highly qualified specialists from the two countries [and] a testament to the reliability and efficiency of Russian nuclear technologies and our common success,” said Rosatom’s Director General Alexey Likhachev.
“In handing over to our Belarusian colleagues the symbolic key to the country’s first nuclear power unit, I can say with full confidence that Belarus has become the owner of the most modern and safest facility,” said Rosatom’s First Deputy General Director for Nuclear Energy and ASE EC President Alexander Lokshin, as he presented a symbolic key to the power unit to Belarusian NPP Director General Mikhail Filimonov. “You will require this key no earlier than 80 years from now and only to close the station.”
The physical start-up of power unit No. 1 of Belarusian NPP began on 7 August 2020 and the unit was connected to the grid on 3 November 2020, entering pilot operation on 22 December 2020. On 2 June 2021, the Collegium of Belarus’s Ministry of Emergency Situations issued a permit for the power units’ commercial operation.
Equipped with two VVER-1200 reactors, the 2,400 MW total capacity Belarusian NPP is being built in the city of Ostrovets in the Grodno region of Belarus. For its first nuclear power plant, Belarus selected a Russian-designed generation III + project that fully complies with international standards and the safety recommendations of the International Atomic Energy Agency (IAEA). Currently, there are four VVER-1200 power units successfully operating in Russia: two at Novovoronezh NPP and two at Leningrad NPP.
The innovative VVER-1200 reactor-equipped generation III+ power unit has a number of advantages when compared to reactors of previous generations (i.e. the VVER-1000), including a unique combination of active and passive safety systems that make equipped NPPs maximally resistant to external and internal influences. VVER-1200 power units are equipped with a “core catcher” – a device designed to contain and cool the melt of the reactor core [in the event of a hypothetical accident], as well as other passive safety systems capable of operating without the participation of personnel in the event of a complete power outage. In addition, the generation III+ design has increased the reactor’s capacity by 20%, reduced the number of maintenance personnel, and doubled the unit’s lifespan from 30 to 60 years, with the possibility of a twenty-year extension.
****
For reference:
Rosatom’s engineering division unites the nuclear industry’s leading companies, including ASE EC JSC (Nizhny Novgorod), Atomstroyexport JSC (Nizhny Novgorod), the United Design Institute Atomenergoproekt JSC (with branches in Moscow and Nizhny Novgorod), ATOMPROEKT JSC (Saint Petersburg), and other subsidiaries.
The engineering division ranks first in the world in terms of portfolio of orders and the number of nuclear power plants simultaneously under construction abroad, with non-Russian projects accounting for about 80% of the division’s revenue.
The engineering division implements projects on the construction of high-capacity nuclear power plants in Russia and abroad, provides a full range of engineering, procurement, and construction (EPC) services, including project management and design, and develops Multi-D technologies for the management of complex engineering facilities. The engineering division relies on the achievements of Russia’s nuclear industry and modern innovative technologies.
We build reliable and safe nuclear power plants equipped with generation III + VVER reactors that meet all international requirements and recommendations.
AboutRosatom
ROSATOM is the only company in the world that has the resources and competencies to offer energy solutions across the nuclear supply chain. It possesses awide range of assets, including assets in design, construction and operation of nuclear power stations, uranium mining, conversion and enrichment, supply of nuclear fuel, decommissioning, spent fuel storage and transportation and safe nuclear waste disposal. Rosatom is also engaged in the production of equipment and isotope products for the needs of nuclear medicine, scientific research, and materials science, the production of digital and of various nuclear and non-nuclear innovative products. The company’s strategy is to develop low-carbon power generation projects, including in the wind generation field. Today the company brings together over 300 enterprises and organizations and over 250,000 employees.