বাহরাইনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর শাখা কমিটি গঠন

বাহরাইন থেকে সুজন মাহমুদ (সুমন): বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র বাহরাইন শাখার কমিটি গঠন করা হয়েছে। রোববার বাহরাইনে এক বৈঠকে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে জয়যাত্রা টেলিভিশনের বাহরাইন প্রতিনিধি মো.স্বপন মজুমদারকে সভাপতি ও নিউজ ২৪ প্রতিনিধি একরামুল হককে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এছাড়া বাংলা টিভির নজরুল ইসলাম সম্রাটকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর কমিটি ঘোষণাকালে বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, দাবি ও অধিকার রক্ষায় ১৪ দফা আন্দোলনে প্রবাসী সাংবাদিকরাও ঐক্যবদ্ধ হচ্ছেন। ইতিমধ্যে লন্ডন, আমেরিকা, ইউরোপ, মালয়েশিয়া, মালদ্বীপে বিএমএসএফ’র শাখা কমিটি গঠিত হয়েছে। নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের মর্যাদা রক্ষায় ১৪ দফার বিকল্প নেই।

সংগঠনের গুরুত্বপূর্ণ ও শীর্ষ তিনটি পদে নির্বাচিতরা আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
উল্লেখ্য বাহরাইনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সাংবাদিকদের পেশাগত দক্ষতার উন্নয়ন সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধি সাংবাদিকদের পেশাগত কাজে হয়রানির শিকার হলে সম্মিলিতভাবে আইনগত সহযোগিতাসহ বেশ কিছু কার্যক্রম নিয়ে কাজ করছে।
সেই সঙ্গে প্রত্যাশা সংগঠনকে গতিশীল করার মাধ্যমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এক হয়ে কাজ করবে

বাহরাইনবাহরাইন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামবিএমএসএফ
Comments (0)
Add Comment