বিয়ানীবাজার সমিতির সদস্য নবায়নে লক্ষাধিক ডলার আয়

নিউইয়র্ক (ইউএনএ): প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি যুক্তরাষ্ট্র’র আসন্ন নির্বাচন ঘিরে সদস্য নবায়নের শেষ দিনে নতুন করে ৪,৫৫১ জন তাদের নদন্যপদ নবায়ন করেছেন। ফলে সংগঠনের আয় হয়েছে এক লাখ ৮ হাজার ৩২৮ ডলার। এরমধ্যে ২১জন আজীবন সদস্য রয়েছে। আবার সদস্যদের মধ্যে সিনিয়র সদস্য রয়েছেন ৪৬২জন আর সাধারণ সদস্য হচ্ছেন ৪ হাজার ৬৮জন। আর পূর্বের আজীবন সদস্য রয়েছেন ৮১২জন। সব মিলিয়ে এবারের নির্বাচনে ৫ হাজার ৩৬৩জন সদস্য/ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। উল্লেখ্য, আগামী ১০ অক্টোবর সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ‘মিসবাহ-অপু’ এবং ‘মান্নান-মাহবুব’ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। খবর ইউএনএ’র।

নিউইয়র্ক সিটির এস্টোরিয়াস্থ জনতা মিলনায়তনে রোববার (২৫ জুলাই) সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্যানেলের কর্মকর্তারা বিপুল উৎসাহ-উদ্দীপনায় সদস্য নবায়ন প্রক্রিয়ায় অংশ নেন। এদিন বেলা ১২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এই কার্যক্রম চলে। এসময় সমিতির সভাপতি মকবুল রহিম চুনুই ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান রুহুল সহ অন্যান্য কর্মকর্তা ও দুই প্যানেলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিপুল উৎসাহ-উদ্দীপনায় সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্যানেলের কর্মকর্তারা তাদের সদস্য নবায়ন ফর্ম জমা দেন বলে জানা গেছে।

নিউইয়র্কবাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি যুক্তরাষ্ট্র
Comments (0)
Add Comment