করোনা পরিস্থিতিতেও বিপুল সংখ্যক মানুষের অংশ গ্রহণ নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভায়ের জানাজা অনুষ্ঠিত মরদেহ বাংলাদেশে প্রেরণ

নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশী দুই ভাই রাসেল ও হিমেলের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সিটির এস্টোরিয়া পার্কে শুক্রবার (২১ আগষ্ট) অপরাহ্নে মরদেহ তাদের জানাজা অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতিতেও সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ এতে অংশ গ্রহণ করেন। জানাজা শেষে শুক্রবার রাতেই তাদের মরদেহ বাংলাদেশে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত ১৭ আগষ্ট, সোমবার দিবাগত মধ্যরাতে বাংলাদেশী দুই ভাই মোজাম্মেল হক রাসেল (২৭) ও তার ছোট ভাই হিমেল আকরাম জয় (২৫) সহ তিন জন নিহত এবং রাসেল-হিমেলের ছোট ভাই আপেল আহত হন। খবর ইউএনএ’র।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো সিটি থেকে নিউইয়র্ক সিটিতে ফেরার সময় রচেস্টার এলাকায় মুখোমুখি দুই গাড়ীর সংঘর্ষে মারাতœক ঐ দূর্ঘটনা ঘটে। এতে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় তারুণ্য নামক সামাজিক সংগঠনের নেতা মোজাম্মেল হক রাসেল (২৭) ও তার ছোট ভাই হিমেল আকরাম জয় (২৫) এবং অপর গাড়ীর চালক চার্লস বারগারস্টোক (৮১) ঘটনাস্থলেই মারা যান। দূর্ঘটনায় রাসেল-হিমেলের ছোট ভাই আনিসুল হক আপেল (২৩) এবং তাদের সাথে থাকা কেনেডি অপি (১৮) গুরুতর আহত হন। আহতদেরকে নিকটস্থ রচেস্টার স্ট্রং মেমরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিপরীত দিক থেকে (ভুল পথে) আসা একটি গাড়ির সাথে রাসেল-হিমেল-আপেলদের ঘাড়ীর মুখোমুখী সংঘর্ষ হয়। দূর্ঘটনায় আহত আপেল আশংকামুক্ত। রাসেল-হিমেল-আপেলদের গ্রামের বাড়ী ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা। আর চার্লস বারগারস্টোক ওহাইয়ো অঙ্গরাজ্যের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
নিহত বাংলাদেশীরা নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় সপরিবারে বসবাস করছিলেন। তাদের বাবা সিরাজুল ইসলাম ভূঁইয়া নিউইয়র্কের বোর্ড অব ইলেকশন কমিশনের কর্মকর্তা। রাসেল-হিমেল-আপেলরা তিন ভাই আর এক বোন ছিলেন। মৃত্যুকালে রাসেল স্ত্রী সহ ৬ বছরের এক কন্যা আর ৬ মাস বয়সী অপর এক কন্যা রেখে যান। হিমেল বিবাহের প্রস্তুতি নিচ্ছিলেন। আগামী ২/৩ মাসের মধ্যেই তার বিয়ের কথা ছিলো। এদিকে একই সাথে দুই পুত্র হারিয়ে বাকরুদ্ধ সিরাজুল ইসলাম ভূইয়ার পরিবার।

রাসেল-হিমেল-আপেলদের পারিবারিক সূত্রে জানা যায়, নিউইয়র্কের জীবনযাত্রা ব্যয়বহুল হওয়ায় এবং মহামারী করোনাভাইরাস পরিস্থিতির কারণে তারা সিউইয়র্ক সিটি থেকে বাফেলো সিটিতে ‘মুভ’ (স্থায়ীভাবে চলে যাওয়া) করার সিদ্ধান্ত নিয়েছিলো। এজন্যই তারা তিন ভাই মিলে বাফেলোর খোঁজখবর নিতে সেখানে গিয়েছিলেন। বাফেলো থেকে ফেরার পথে তারা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি বিশ্বখ্যাত ‘নায়েগ্রা জলপ্রপাত’ দেখে সোমবার দিবাগত রাতে নায়েগ্রা থেকে সিউইয়র্ক সিটির উদ্দেশ্যে যাত্রা করেন। গভীর রাতে ফেরার সময় নিউইয়র্কের আপষ্টেটের রচেস্টার কাউন্টিতে তারা দূর্ঘটনার শিকার হন।
রচেষ্টার থেকে রাসেল ও হিমেলের মরদেহ নিউইয়র্কে আনার পর তাদের নামাজে জানাজা শেষে পারিবারিক সিদ্ধান্তে দুই ভাইয়ের মরদেহ শুক্রবার রাত ১১টার একটি ফ্লাইটে বাংলাদেশে প্রেরণ করা হয়। ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা গ্রামে উভয়ের মরদেহ দাফন করা হবে।

 

নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশী
Comments (0)
Add Comment