নিউইয়র্ক (ইউএনএ): ভারতের প্রথম বাঙালী রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জির মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় বক্তরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, শ্রী প্রণব মুখার্জির মৃত্যুতে ভারত দেশ প্রেমিক প্রবীণ রাজীতিক আর বাংলাদেশ অকৃত্রিম বন্ধু হারিয়েছে। তাঁর মৃত্যুতে ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে যে শূণ্যতার সৃষ্টি হলো তা পূরণ হবার নয়। করোনাভাইরাস পরিস্থিতির কারণে সভায় স্বাস্থ্য সুরক্ষা মেনে বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রীটে খাবার বাড়ীর সামনে ব্যতিক্রমী এই সভার আয়োজন করা হয়। খবর ইউএনএ’র।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলী, উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, কার্যকরী সদস্য হোসেন রানা, কানেকটিকাট ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী ফোরামের সভাপতি হারুনুর রশিদ, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি আজিজুল হক খোকন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয়, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ নেতা শিবলী সাদিক প্রমুখ। সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী সদস্য সাহানারা রহমান সহ গিয়াস উদ্দিন, সৈয়দ কিবরিয়া, রাকিবুল হাসান, হেলাল মিয়া, ড.শাখাওয়াত হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ড. সিদ্দিকুর রহমান মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আমাদের পরম সুহৃদ হিসেবে প্রণব মুখার্জির অনন্য অবদান কখনো বিস্মৃত হওয়ার নয়। তিনি বলেন, ইন্দিরা গান্ধী সরকারের অর্থমন্ত্রী হিসেবে বিশ্বের ৫জন অর্থমন্ত্রীর মধ্যে তিনি অন্যতম অর্থমন্ত্রী ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান অনস্বীকার্য। এছাড়াও বঙ্গবন্ধুকে হত্যার পর বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিভাবক এবং বাংলাদেশের বন্ধু হিসেবে প্রণব মুখার্জি ভূমিকা রাখেন। পাশাপাশি বাংলাদেশের যেকোনো রাজনৈতিক সংকটে তিনি সাহস জুগিয়েছেন। প্রণব মুখার্জির মৃত্যুতে ভারত একজন বিজ্ঞ ও দেশ প্রেমিক নেতাকে আর বাংলাদেশ হারাল একজন আপনজনকে হারাল। তিনি বলেন, প্রণব মুখার্জিকে নিয়ে আমরা সারা বিশ্বে গর্ব করতে পারি। তিনি উপমহাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে থাকবেন। ড. সিদ্দিক প্রসঙ্গত চট্টগ্রাম বিশ্বদ্যালয়ের সমাবর্তণ অনুষ্ঠানে প্রণব মুখার্জির যোগদান এবং তাঁর মূল্যবান ভাষণের কথাও তুলে ধরেন। হাজী এনাম বলেন, প্রবীণ রাজনীতিক প্রবণ মুখার্জি বাঙালী হিসেবে শুধু বাংলাদেশ সরকারের নয়, দেশের মানুষেরও অভিভাবক ছিলেন। তিনি তার মেধা-যোগ্যতায় দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করেছেন। তাঁর মৃত্যুতে বাঙালীরা অভিভাবক হারালো।শেষে শ্রী প্রণব মুখার্জির বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থণা করেন প্রভাস চক্রবর্তী।