তুষার হাবীব (হরিনাকুন্ডু) ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ৩ নং তাহেরহুদা ইউনিয়নের ১ নং ওয়ার্ড ভবানীপুরের বাসিন্দা আমেরিকা প্রবাসী (সন্জয় ট্রাস্টের পরিচালক) শ্রী সন্জয় কুমার সাহার শ্রদ্ধেয় পিতা শ্রী শ্যামল বাবু জীবনের অধিকাংশ সময় যে কর্ম করে জীবিকা নির্বাহ করেছেন সেই কর্ম এখনো সে ভুলে যায়নি তা সে আবার প্রমাণ করে দিলেন, তিনি সূদুর আমেরিকার বাসিন্দা হয়েও নিজের এলাকার ঐতিহ্যবাহী পান চাষ করে আমেরিকার বুকে একটি আলোড়ন সৃষ্টি করেছেন। বিশ্বের বুকে বাংলাদেশের নাম তুলে ধরলেন বাংলাদেশী পান চাষ করে, শ্যামল বাবু নিজ জন্মভূমি থেকে পানের বীজ সংগ্রহ করে আমেরিকার মাটিতে গড়ে তুলেছেন পান ক্ষেত। যা দিয়ে বাংলাদেশিদের পানের চাহিদা পূরণ করে আমেরিকার অনেকের পানের চাহিদা পূরণ করছেন এবং বিদেশীদের মুখে তুলে দিয়েছেন বাংলাদেশী পানের সেই স্বাদ।