টাকা সরাসরি গরিবদের হাতে দেওয়ার নির্দেশ মমতার ।

পঞ্চায়তের হাতে না দিয়ে টাকা সরাসরি গরিবদের দিন নির্দেশ মমতার ।

বিডি২৪ভিউজ ডেস্ক : সামাজিক প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার কাছে যাবে । কোনও পঞ্চায়েত বা কারও হাতে টাকা দেওয়া হবে না। গত শনিবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে মহকুমাশাসকের দপ্তরে আয়োজিত এক বৈঠকে প্রশাসনিক আধিকারিদের এ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলনে, জয় বাংলা জয় জহর প্রকল্পের এক পয়সা যেন নয় ছয় না হয়। যদি নয় ছয় হয় তাহলে আমি ছেড়ে কথা বলবো না। সরাসরি প্রাপকদের হাতে টাকা দেয়া হবে জেলা পরষিদের চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির কাউকে নয়। টাকা গরীব মানুষের হাতে দিতে হবে । প্রশাসন ও স্থানীয় জন প্রতনিধিদের তাঁর কড়া নির্দেশ– এ সময় কোনও প্রকার অপচয় করা যাবে না। যে কাজটা আগে করা দরকার সেটাই এখন করতে হবে ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলনে, এমনতেই ৩ মাস কোনও রোজগার নেই সরকারের । এক টাকাও পাইনি করোনাভাইরাসের জন্য। ফলে বড় কোন প্রজেক্ট হাতে নেওয়া যাবে না । ফলে খুব সমস্যা তৈরি হয়েছে । এদিকে র্ঘূণঝড়ে ক্ষতগ্রস্থ হয়েছেন বিভিন্ন জেলার ছয় কোটি মানুষ।

শুধু দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অঞ্চলে ৭৩ লক্ষ মানুষ ক্ষতগ্রস্থ হয়েছে। দশ লক্ষের বেশি বাড়ি ভেঙ্গে গেছে । ডায়মন্ড হারবারেই ভেঙ্গেছে দেড় লক্ষ বাড়ি । এই জেলার ৫৬ কিলোমিটার নদীবাঁধ ভেঙ্গে গেছে । বর্ষার আগে এ বাঁধ সারানো না গেলে আরও বড় সমস্যা হবে। এটা জাতীয় বিপর্যয়ের থেকেও বড় ক্ষতি । তাই এখন পুর্নগঠনের উপরেই সবচয়েে বেশি জোর দিতে হবে । পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, পঞ্চায়েত থেকে সেচ, কৃষি সব দফতর মিলে যৌথভাবে সমীক্ষা চালাব ।

কলকাতাকলকাতা আম্পানের খবরকলকাতা সকল খবরকলকাতা সংবাদকলকাতার নিউজমমতা বন্দ্যোপাধ্যায়
Comments (0)
Add Comment