নিউইয়র্ক (ইউএনএ): কুইন্স বরো প্রেসিডেন্ট ডনবান রিচার্ড বিভিন্ন কমিউনিটি বোর্ডের সদস্যদেও নামের তালিকা ঘোষণা করেছেন। তার অফিস থেকে ৪ এপ্রিল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিউনিটি বোর্ড মেম্বারদের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। ১ এপ্রিল ২০২২ থেকে দুই বছরের মেয়াদে এই মেম্বারশীপ কার্যকর থাকবে। দায়িত্ব পালনের ভিত্তিতে পরবর্তীতে মেম্বারশীপ মেয়াদ বৃদ্ধি পাবে। এবছর ১৪টি কমিউনিটি বোর্ডের ৩৪৫টি আবেদন পত্র গৃহিত হয়েছে ৮৮৪টির মধ্যে। আবেদন পত্র জমা হবার ইতিহাসে এবার সর্বোচ্চ আবেদনের মধ্যে এবার হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ। বোর্ড মেম্বারদের মধ্যে ৯৪জন নতুন, বাকীরা বিভিন্ন সময় বোর্ড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন। খবর ইউএনএ’র।
সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, নতুন ৯৪ জন বোর্ড মেম্বারদের মধ্যে ৪৭ দশমিক ৯ ভাগ সদস্যদের বয়স ৪০ এর নীচে। এতে মূলধারার রাজনীতিতে নতুন প্রজন্মের অংশগ্রহন বাড়ছে, তারই প্রতিফলন ঘটেছে। আবার এই নতুনদের মধ্যে ১৯ দশমিক ২ ভাগ ইমিগ্র্যান্ট কমিউনিটির সদস্য। এদিকে কুইন্স বরোর বিভিন্ন কমিউনিটি বোর্ডে এবছরও বিপুর সংখ্যক বাংলাদেশী সদস্য হয়েছেন। বিশেষ করে অন্যান্য বছরের মতো কমিউনিটি বোর্ড ৮-এ একাধিক বাংলাদেশী সদস্য হয়েছেন। উল্লেখ্যযোগ্য বাংলাদেশীদের মধ্যে কুইন্স কমিউনিটি বোর্ড-১ এ আমিন মেহেদী, কমিউনিটি বোর্ড-২ এ ওসমান চৌধুরী, কমিউনিটি বোর্ড-৪ এ আবু জাফর মাহমুদ, কমিউনিটি বোর্ড-৮ মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, দিলিপ নাথ ও মোহাম্মদ তুহিন, কমিউনিটি বোর্ড-৯ এ কামাল ভূইয়া, কমিউনিটি বোর্ড-১০ এ মোহাম্মদ আমিন, কমিউনিটি বোর্ড-১২ এ নূরুল হক, খন্দকার ইসলাম সদস্য হয়েছেন বলে জানা গেছে।