নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক সিটি বিএনপি’র ইফতার মাহফিলে যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন ও সাবেক যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সাচ্চা নেতা-কর্মীরা প্রবাসে সংগঠিত হচ্ছেন। যারা সত্যিকারার্থেই বিএনপির রাজনীতি করেন তাদের ঐক্যবদ্ধ করে প্রবাস থেকেই শেখ হাসিনা সরকারকে হটানোর আন্দোলন শুরু করতে হবে। দেলোয়ার-বাদল বলেন, আমরা লেজুর বৃত্তির রাজনীতি নয়, সত্যিকারেই দেশ ও প্রবাসে জিয়ার আদর্শ ভিত্তিক রাজনীতি চাই। তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত সম্পূর্ণ মুক্তির পাশাপাশি বেগম জিয়ার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেন। খবর ইউএনএ’র।
সিটির জ্যাকসন হাইটস্থ কাবাব কিং রেষ্টুরেন্টে শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় নিউইয়র্ক সিটি বিএনপি’র ইফতার মাহফিল আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক দেলোয়ার হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন আকতার হোসেন বাদল। এছাড়াও প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন। সিটি বিএনপি’র সভাপতি শামীম আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলের ইফতার পরবর্তী আলোচনা পর্বে অতিথিবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, ‘অধ্যাপক দেলোয়ার-বাদল’ নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রধান সমন্বয়কারী শাওন বাবলা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিটি বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম।
মাহফিলে উল্লেখযোগ্য নেতা-কর্মীদের মধ্যে নিউইয়র্ক সিটি বিএনপি’র উপদেষ্টা আরিফুর রহমান, মুজিবুর রহমান, সহ সভাপতি সফি, মাহবুব রহমান, আরিফ রহমান, নিপুন, সিনিয়র সহ সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ সাধারণ সম্পাদক ফয়সাল মজুমদার, মাহফুজ রহমান, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে অধ্যাপক দেলোয়ার বলেন, বাংলাদেশে শেখ হানিা সরকারের দু:শাসন চললে বলে অভিযোগ করে বলেন, এখন সময় সকল জাতীয়তাবাদী শক্তি ঐক্য। আমরা ঐক্যবদ্ধ হলে আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। তাই সবাই মিলে যুক্তরাষ্ট্র বিএনপিকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, আওয়ামী-বাকশালীরা ইসলাম বিরোধী বলেই দেশে ইফতার মাহফিলে হামলার ঘটনা ঘটছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই।
আকতার হোসেন বাদল শেখ হাসিনা সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ দেশের স্বার্থ নয়, প্রতিবেশী রাষ্ট্র ভারতের স্বার্থে দেশ পরিচালনা করছে। কিন্তু সময় বেশী দিন নয় শেখ হাসিনা ভারতেও পালানোর পথ পাবেন না। কেননা, জনবিরোধী এই সরকারের বিচার বাংলাদেশের মানুষ দেশেই করবে। তিনি বলেন, খালেদা জিয়া একজন সৎ নেত্রী। বেগম জিয়া আর তারেক জিয়ার নেতৃত্বেই দেশ-জাতিকে আওয়ামী মুক্ত করতে হবে। আমাদের মনে রাখতে হবে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। বিএনপিতে আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
গিয়াস উদ্দিন বলেন, আমরা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপির রাজনীতি করি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আগামী দিনের নেতা তারেক রহমান। তিনি বলেন, অনেক বড় বড় নেতার সাথে আমাদেরও সম্পর্ক ছিলো, এখনো আছে। তাদের নাম ভাঙ্গিয়ে রাজনীতি করতে চাই না। কোন নেতার লেজুরবৃত্তি করে রাজনীতি করতে চাই না। আমরা দলের জন্য রাজনীতি করি।