নিজস্ব প্রতিনিধি : ১৪ই মে ব্রন্কসের পার্কচেষ্টারে হয়ে গেল অনুপ দাশ একাডেমীর বাংলা বর্ষবরণ-১৪২৯।প্রবাসে জন্মগ্রহনও বেড়ে উঠা ছেলে-মেয়েদের মনোমুগ্ধকর পরিবেশনায় হল ভর্তি দর্শক যেন কয়েক ঘন্টার জন্য চলে গিয়েছিলেন ফেলে আসা স্মৃতি বিজরিত বাংলাদেশে।প্রবাসে বেড়ে উঠা এইসব ছেলমেয়রা রবীন্দ্রসংগীত,নজরুল সংগীতের সাথে যেমন চমৎকার নৃত্য পরিবেশন করেছে তেমনি ক্লাসিক্যাল নৃত্যেও তাদের পারদর্শিতার প্রমাণ রেখেছে।নৃত্যের সাথে সাথে অত্যন্ত গুনী শিল্পীদের পরিবশনায় দর্শকরা উপভোগ করেছেন গানও আবৃত্তি।আবৃত্তিতে ছিলেন প্রবাসের জনপ্রিয় আবৃত্তি শিল্পী শুক্লা রায়,আবীর আলমগীর,ক্লারা রোজারিও।নৃত্যে ছিল-আড্ডার শিক্ষিকা আভা ভাট নাগ রয়,মিথান দেব (আড্ডারশিক্ষিকা),ঈশানী, নিরমা,চৈতন্য, ঈশা,তিশা,অর্পিতা,কৃষ্ণা, তুলশী, রিয়া, অদিতি,পারমিতা,সংহিতা,অমৃতা, রুচি,সৃষ্টি,আদ্রিকা,জয়িতা।সবশেষে ছিল গানের পর্ব। সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত রুপা আহমেদ, তিমির রায় আরও চমৎকার কিছু গান শুনিয়েছেন বাংলাদেশের কিংবদন্তী শিল্পী সৈয়দ আব্দুল হাদী।প্রবাসের জনপ্রিয়ও গুনী শিল্পী তাজুল ইমাম।
অনুপ দাশ ড্যান্স একাডেমীর পরিবেশনায় অনেক দিন পর দর্শকরা একটি চমৎকার ও পরিচ্ছন্ন অনুষ্ঠান উপভোগ করলেন।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ড: নুরুন্নবী(একুশে পদকপ্রাপ্ত) বিশ্বজিৎ সাহা(মুক্তধারা), ড:জিনাত নবী(সংগঠক) চমৎকার নাচগুলো কোরিগ্রাফ করেছেন গুরু অনুপ কুমার দাশ,গুরু আভা ভাট নাগ রয়(শিক্ষিকা),মিথান দেব (শিক্ষিকাও প্রোগাম পরিচালক)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গোপন সাহা।তবলা:তপন মোদক,মন্দিরা:শহীদ উদ্দিন যন্র সংগীতে:মাটি ব্যান্ড,লিড গিটার-আহমেদ টিটু মঞ্চসজ্জায়: টিপু আলম, কারিগরি সহযোগিতায়: অর্জুন সাহা, স্হিরচিত্র:তুষার আহমেদ ব্যবস্হাপনায় আল্পনা গুহ, সুরাইয়া আলম, মিথান দেব সহযোগিতায়:রনি বড়ুয়া,সদানন্দ ঘোষ,গনেশ ভৌমিক, অরুপ দাশ।