শেখ হাসিনার বক্তব্যে যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দের প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর বক্তব্য প্রচ্ছন্নভাবে খালেদা জিয়াকে হত্যার হুমকি

নিউইয়র্ক (ইউএনএ): পদ্মা সেতু প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুস প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দ তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে বলেছেন প্রধানমন্ত্রীর বক্তব্য প্রচ্ছন্নভাবে খালেদা জিয়াকে হত্যার হুমকি। খবর ইউএনএ’র।

যুক্তরাষ্ট্র বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ গত ১৯ মে বুধবার নিউইয়র্ক থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, শেখ হাসিনা ক্ষমতার দম্ভে উম্মাদের মতো বক্তব্যে দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিয়ে মারতে চান। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনুসকে পদ্মা নদীতে দুইবার চুবনি দিয়ে ওঠানোর মত বক্তব্য দিয়ে নিজের বিকৃত রুচির পরিচয় ও হিংসাত্মক মনোভাব প্রকাশ করেছেন ।

বিএনপি নেতৃবৃন্দ বলেন, দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক রায়ে ‘রং হেডেড’ প্রধানমন্ত্রী, ক্ষমতার আসনে বসে দেশের সম্মানিত নাগরিকদের সম্মানহানি করছেন অহরহ। ক্ষমতার দম্ভে উম্মাদের মতো আচরণ করে দেশটাকে নিজেদের জমিদারি মনে করে বসে আছেন নিশিরাতের প্রধানমন্ত্রী।

নেতৃবৃন্দ বলেন, পদ্মা সেতু কারো বাবার সম্পত্তি নয়, পদ্মা সেতু প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা ও দেশের জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত সেতু । যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতৃবৃন্দ শেখ হাসিনাকে ‘মানসিক রোগী’ আখ্যায়িত করে তাকে অনতিবিলম্বে ক্ষমতা থেকে পদত্যাগ করার আহবান জানিযয়ে নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি করেন।

বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন- যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক যুগ্ম সম্পদক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র সাবেক সভাপতি ওলিউল্ল্যা মোঃ আতিকুর রহমান, সাবেক সভাপতি মাহফুজুল মাওলা নান্নু, সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, সাবেক যুগ্ম সম্পাদক দেয়ান কাউসার, যুক্তরাষ্ট্র জাসাস-এর সাবেক সভাপতি হাজী আবু তাহের, ব্রুকলীন বিএনপি’র সভাপতি মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

বিএনপিযুক্তরাষ্ট্র বিএনপি
Comments (0)
Add Comment