মরহুম আব্দুস শহীদ দুদু’র মরদেহ দেশে প্রেরণ

বিডি২৪ভিউজ রিপোর্ট: নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ আব্দুস শহীদ দুদু’র নামাজে জানাজা শুক্রবার (১৭ জুন) বাদ জুম্মা ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন। পরবর্তীতে পারিবারিক সিদ্ধান্তে তার মরদেহ বাংলাদেশ প্রেরণ করা হয়। এজন্য শুক্রবার রাতের একটি ফ্লাইটে তার মরদেহ তুলে দেয়া হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ জুন) বেলা ১২.৪৫ মিনিটের সময় আব্দুস শহীদ দুদু নিউইয়র্কের মাউন্ট সানাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার বয়স হয়েছিলো আনুমানিক ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুকালে তিসি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলে, ২ ভাই ও তিন বোন সহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন বলে জানা গেছে। তিনি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাওয়ের সন্তান। সিলেট গণদাবী পরিষদের সভাপতি এবং ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা’র প্রাক্তন সভাপত্বি আব্দুস শহীদ দুদু, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ছিলেন। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

 

মরহুম আব্দুস শহীদ দুদু’র মরদেহ দেশে প্রেরণ
Comments (0)
Add Comment