সীরাহ কনভেনশন-২০২০ প্রস্তুতি সভায় বিস্তারিত আলোচনা

সীরাহ কনভেনশন-২০২০  প্রস্তুতি সভায় বিস্তারিত আলোচনা

নিউইয়র্ক (ইউএনএ): আগামী ২৫ অক্টোবর রোববার, বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত জ্যামাইকার আমেরিকান মুসলিম সেন্টারে (৮৯-১৪ ১৫০ স্ট্রিট) ‘ইন্টারনেশনাল ইউনাইটেড সীরাহ কনভেনশন-২০২০’ এর আয়োজন করা হয়েছে। এই কনভেনশনে থাকবে বাংলা ও ইংরেজী দুই ভাষায় আলোচনা পর্ব এবং আরো থাকবে কেরাত, গজল সহ সীরাত সংস্কৃতির বর্ণাঢ্য আয়োজন। এবারের সীরাহ কনভেনশন, সীরাত প্রেমিকদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন কনভেনশন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ। কমিটি বিশ্বনবী (সা:) প্রেমিকদের সকলকে সাথে নিয়ে এবারের গুরুত্বপূর্ণ সীরাতুননবী কনভেনশন সফল করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন। খবর ইউএনএ’র।

এদিকে গত ৯ অক্টোবর শুক্রবার, ইন্টারনেশনাল ইউনাইটেড সীরাহ কনভেনশন-২০২০ উপলক্ষে এক প্রস্তুতি সভা আমেরিকান মুসলিম সেন্টারে (এএমসি) অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ দিক নির্দেশনামূলক মতামত দেন আমেরিকান মুসলিম সেন্টারের সভাপতি এবং হাজী ক্যাম্প মসজিদের প্রতিষ্ঠাতা ইমাম হাফেজ রফিকুল ইসলাম, এ.এম.সির বোর্ড অব ট্রাস্টির সদস্য এবং দারুল উলুম নিউইয়র্কের মুদাররিস আবদুল্লাহ কামাল আল আজহারি, ম্যানহাটন আসসাফা মসজিদের ইমাম ও খতিব রফিকুল ইসলাম, ইয়র্ক বাংলা’র সম্পাদক রশিদ আহমেদ, দারুল উলুম ওয়াত তারবিয়াহর পরিচালক হামিদুর রহমান আশরাফ, দারুল কোরান ওয়াস সুন্নাহর মুদাররিস মুফতি ওবায়দুললাহ আওয়াল, বিশিষ্ট লেখক ও কলামিস্ট রশিদ জামিল, গত নির্বাচনে কংগ্রেশনাল পদপ্রার্থী মিজান চৌধুরী, হাজী ক্যাম্প মসজিদের রিলিজিয়াস টিচার ও মিডিয়া ব্যক্তিত্ব মৌলানা মনজুর করিম, জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মনির হোসেন, এ.এম.সি’র আইটি বিষয়ক উপদেষ্টা বাকি বিল্লাহ, ইমাম আতাউর রহমান এবং ডাইরেক্টর ফয়সাল নেওয়াজ, আবুল কালাম আজাদ, শরিয়ত উল্লাহ প্রমুখ।

ইউএনএজ্যামাইকা আমেরিকান মুসলিম সেন্টারনিউইয়র্কসীরাহ কনভেনশন-২০২০
Comments (0)
Add Comment