মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে হককথা.কম’র বিশেষ সংখ্যা প্রকাশ

নিউইয়র্ক (ইউএনএ): স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আফ্রো-এশিয়ার মজলুমদের নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নিউইয়র্ক থেকে প্রকাশিত ওয়েবপোর্টাল হককথা.কম বিশেষ সংখা প্রকাশ করেছেন। এই বিশেষ সংখ্যায় মওলানা ভাসানীর জীবনের বিভিন্ন দিক দেশ ও প্রবাসের লেখক, কলামিস্ট, সাংবাদিকের লেখায় তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, ১৭ নভেম্বর মঙ্গলবার ছিলো মওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী। খবর ইউএনএ’র।

মওলানা ভাসানী’র উপর প্রকাশিত প্রবাসের সাবেক ছাত্রনেতা ও কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আতিকুর রহমান সালু, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ফার্মাস্টি সৈয়দ টিপু সুলতান, বিশিষ্ট কবি, লেখক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা ড. মাহবুব হাসান, বিশিষ্ট কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মাহমুদ রেজা চৌধুরী, অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, সাংবাদিক সালাহউদ্দিন আহমেদ এবং মিজানুর রহমান খান আপেল-এর লেখা ছাড়াও সময়ের প্রয়োজনে বাংলাদেশের লেখক-কলামিস্ট-রাজনীতিকদের মধ্যে শেখ শওকত হোসেন নিলু (মরহুম), স্টালিন সরকার, গোলাম মওলানা রনি, এম গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখের লেখা পুন মুদ্রিত হয়েছে।

এছাড়াও বিশেষ সংখ্যাটিতে মওলানা ভাসানী-কে নিয়ে লেখা বাংলাদেশের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান ও কবি বুলবুল খান মাহবুব-এর বিখ্যাত কবিতা যথাক্রমে ‘সফেদ পাঞ্জাবি’ ও ‘চর ভাসানের মওলানা’ কবিতা-ও প্রকাশ করা হয়েছে। মওলানা স্মরণে কবিতা লিখেছেন প্রবাসের বিশিষ্ট কবি তমিজ উদদীন লোদী।
হককথা.কম সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ সম্পাদিত ২৪ পৃষ্ঠার এই বিশেষ সংখ্যার মূল প্রতিবেদনে (মন্তব্য প্রতিবেদন) মওলানা ভাসানীকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করার দাবী জানানোর পাশাপাশী তাঁকে জানতে তাঁকে নিয়ে দেশ ও প্রবাসে আরো গবেষণা করার উপর গুরুত্বারোপ করা হয়েছে। সংখ্যাটি পড়তে ব্রাউজ করতে হবে- যধশশধঃযধ.পড়স।

ইউএনএনিউইয়র্কমওলানা ভাসানীমওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী
Comments (0)
Add Comment