রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে আন্তর্জাতিক আনবিক সংস্থা প্রতিনিধি দল

মুনেম তাজওয়ার অহিন : আন্তর্জাতিক আনবিক সংস্থা (IAEA) এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ২৭ আগস্ট ২০২৪ রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করে। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে তারা বিদ্যুতকেন্দ্রটির কার্যক্রম ও নিরাপত্তা ইস্যুগুলো পর্যালোচনা করেন। রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচভের আমন্ত্রণে প্রতিনিধিদল বিদ্যুতকেন্দ্রটি পরিদর্শনে আসেন।

বিদ্যুৎ প্রকল্পটির তৃতীয় ইউনিট স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে এবং চতুর্থ ইউনিটে রুটিন মাফিক রক্ষণাবেক্ষণের কাজ চলছে। রসাটমের পক্ষ থেকে আইএইএ প্রতিনিধিদলকে বিদ্যুতকেন্দ্রটিতে ব্যবহৃত জইগক রিয়্যাক্টরের নকশার বৈশিষ্ট্যগুলো উপস্থাপন করা হয়। প্রতিনিধিদল নির্মীয়মাণ কুরস্ক-২ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করে।

সম্প্রতি, ইউক্রেন কতৃক কুরস্ক পারমাণবিক বিদ্যুতকেন্দ্রের শিল্প সাইটে পরিচালিত আক্রমণ প্রচেষ্টার ফলাফল সম্পর্কে আইএইএ মহাপরিচালক সম্যক ধারণা লাভ করেন। তিনি পরমাণু বিদ্যুতকেন্দ্রটি নিরাপত্তা ঝুঁকি ও মুল্যায়ন করেন।

অদুর ভবিষ্যতে রাশিয়ার কালিনিনগ্রাদে আলেক্সি লিখাচভ এবং রাফায়েল গ্রোসি ভিজিটের ফলাফল নিয়ে আলোচনা করবেন।

কুরস্ক
Comments (0)
Add Comment