নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ‘মাদার সংগঠন’ হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি ইনক’র সাবেক সাধারণ সম্পাদক, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ফখরুল আলম ভাইয়ের বড় ভাই শাহ আলম (৭১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। খবর ইউএনএ’র।
ফখরুল আলম ইউএনএ প্রতিনিধি-কে জানান, বাংলাদেশের মহান বিজয় দিবসের দিন অর্থাৎ গত ১৬ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি কিডনি ও হৃদরোগ সংক্রান্ত শারীরিক নানা জটিলতায় ভূগছিলেন। মরহুমার কন্যা আষ্ট্রেলিয়া প্রবাসী আর পুত্র যুক্তরাষ্ট্রে পিএইচডি কোর্সে অধ্যয়ন করছিলেন।
মরহুম শাহ আলমের নামাজে জানাজা ঢাকা ও ফেনীতে অনুষ্ঠানের পর ঐদিনই ফেনীর ধর্মপুর গ্রামের পারিবারিক কবর স্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।
এদিকে কমিউনিটি নেতা ফখরুল আলমের বড় ভাইয়ের ইন্তেকালে বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহীম হাওলাদার ও সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী সহ কমিউনিটি নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
ফখরুল আলম তার মরহুম বড় ভাইয়ের বিদেহী আতœার মাগফেরাতের জন্য সকলের দোয়া কামনা করেছেন।