সমুদ্রে জাহাজ জট!/
কাজী আতীক।
উড়ান কিংবা অবতরণ জট কখনো কখনো শুনা যায় যদিও
আকাশে বিমানজট শুনা যায়নি এখনো, এর সম্ভাবনাও নেই হয়তো,
সড়কে যানজট এক নৈমিত্তিক ব্যাপার যদিও, রেলজট হয়নি কখনো,
তবে ইদানীং আনকোরা এক জটের খবরে- বিষ্ময়ে হতবাক পৃথিবী
‘জাহাজজট’এ ছয়দিন বিশ্বের সমুদ্র পরিবহন প্রায় অচল হয়ে আছে,
সমুদ্র পথেও জট! কথাটা অবিশ্বাস্য মনে হলেও ঘটনা ঘটেছে ঠিকই।
বিশ্ব বাণিজ্যের কৃত্রিম ধমনি সুয়েজখাল পারাপারের সময়
চারশো’ মিটার দৈর্ঘের বিশ্বের বৃহিত্তম পরিবহন জাহাজ ‘এভার গিভেন’,
ঝড় তাণ্ডবের তোড়ে খেই হারিয়ে আড়াআড়ি আটকে পড়ে আছে
আর তারই দুপাশে লেগে আছে বিস্ময়কর এই জাহাজজট,
মোট সমুদ্র পরিবহনের ১২ ভাগ এই পথেই পৃথিবীর, তাই নিশ্চিত
অবশ্যম্ভাবী বাণিজ্যজট এড়াতে প্রয়োজন বাইপাস দ্রুততম সময়ে,
সুয়েজ! চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো আবারও, হায়রে মানুষ!
কেবলই এক দাম্ভিক ফানুস, কতো অসহায় এক জীব প্রকৃতির কাছে।
(নিউ ইয়র্ক, ২৮ মার্চ ‘২০২০)